নদী দখল ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী দখলমুক্ত করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে ফরিদপুরে জমি দখলের পর মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, কুলিক নদীর মূল স্রোতধারাকে দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা পরিষদের মূল ফটকে কুলিক নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, সাবেক পৌর আ.লীগ সম্পাদক রফিউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। ফরিদপুর প্রতিনিধি জানান, শনিবার সদর উপজেলার দক্ষিণ চরমাধবদিয়া তালতলা বিশ্বাসের ডাঙ্গিতে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় তারা এই এলাকার বাসিন্দা লুৎফর রহমান নান্নু খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমাজমি দখল করে তাদের ভিটাচু্যত করার অভিযোগ করেন। ভুক্তভোগী মাজেদা বেগম (৬০) বলেন, 'তার স্বামীর মৃতু্যর পরে জমিজমা বের করে দেওয়ার কথা বলে কৌশলে কাগজপত্র নিয়ে তার ভিটাবাড়ির জমি নান্নু খাঁ নিজের নামে রেকর্ড করে নেন। লিলি বেগম (৫৫) নামে আরেক বিধবা নারী বলেন, 'তার ভিটার জমি জালিয়াতি করে রেকর্ড করে নেওয়ার পর টাকা পয়সা খরচ করে সেই জমি ছাড়িয়ে নেন। এরপর তাকে ও তার মেয়েকে মারধর করে হাত ভেঙ্গে দেন।' রাজু শেখ (৩৫) নামে একজন বলেন, 'নান্নু খাঁ তার বিরুদ্ধে ৩টি চাঁদাবাজি মামলাসহ ৬টি মামলা দেন।' বাদশা হোসেন (৪৬) নামে এক ব্যক্তি বলেন, 'দুই বছর আগে তার ফসলি জমিতে খুঁটি গেড়ে নান্নু খাঁ দখল করে নেন। এ অবস্থায় নান্নু খাঁ পুলিশ ও লোকজন গুছিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছেন।'