মাদককারবারিসহ দুই জেলায় গ্রেপ্তার ৩

রমজান হত্যাকান্ডে পিচ্চি রাজাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
যশোরের শীর্ষ সন্ত্রাসী রমজান হত্যার প্রধান আসামি পিচ্চি রাজাসহ ৫ জনকে আটক করেছের্ যাব। এ ছাড়া দুই জেলায় মাদককারবারিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান হত্যা মামলার প্রধান আসামি পিচ্চি রাজাসহ ৫ জনকে আটক করেছের্ যাব-৬। আটক পিচ্চি রাজা ২১টি মামলার আসামি। তিনি শহরের রেলগেট কলাবাগানপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু, একটি সাধারণ চাকু এবং একটি দা উদ্ধার করা হয়েছে। আটক অন্য চারজন হলো, ৯টি মামলার আসামি বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের সুমন ওরফে ট্যাটু সুমন (২৮), ৪টি মামলার আসামি চোরমারা দিঘিরপাড় এলাকার শাওন ওরফে পটকে শাওন (২২), ৪টি মামলার আসামি খড়কী এলাকার ইবাদুল (২৫) এবং ৪টি মামলার আসামি রেলগেট কলাবাগান পাড়ার তুহিন (২৮)। র্ যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গত ৮ মার্চ যশোরের অন্যতম শীর্ষসন্ত্রাসী রমজান হত্যাকান্ড সংঘটিত হওয়ার পরর্ যাব আসামি আটকের তৎপর হয়। সে অনুযায়ী রোববার রাত আড়াইটার দিকে শহরের রায়পাড়া ইসমাইল কলোনি এলাকা থেকে শাওন ওরফে পটকে শাওন এবং ইবাদুলকে আটক করা হয়। রাত পৌনে তিনটার দিকে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ট্যাটু সুমনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার ভোর সোয়া ৫টার দিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা নামক স্থান থেকে আসামি তুহিনকে আটক করা হয়। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের নাগেরবাজার পুরনো রেললাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই মাদক বিক্রেতা শহরের নাগেরবাজার এলাকার শ্রমিক লীগ নেতা নাসির গাজীর ছেলে রিদয় গাজী (২৩) ও একই এলাকার মজিদ শেখের ছেলে আনোয়ার সেখ (৫২)। এসআই গৌতম জানান, আটকদের কাছ থেকে বেশকিছু গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান করা হয়েছে। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে রাতে রাস্তায় রশির ফাঁদে ফেলে মোটর সাইকেল ও নগদ অর্থ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ইউনিয়নের সন্তোষপাড়া শাবুলা পুকুরের পশ্চিম পাড় এলাকায়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নাজমুল হক (৩০)। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম। ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনের নাম উলেস্নখ করে ও দুইজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।