বাজিতপুরে গরু চুরির হিড়িক

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে গত কয়েকদিন ধরে গরু চুরির হিড়িক পড়েছে। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষকরা চোরের উৎপাতে রাত জেগে পাহারা দিচ্ছেন। কিন্তু গরু চুরির ব্যাপারে পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই বলে এলাকায় অভিযোগ করছে এলাকাবাসী। সবশেষ গত শনিবার রাতে কুকরারাই নয়াহাটি গ্রামে একদিল মিয়ার ১টি গরু, পারকচুয়ার হরিদাসের ২টি গরু, রাতেশ দাসের ২টি ষাঁড়, কুকরারাই গ্রামের আব্বাছ আলীর ২টি ষাঁড় চুরি হয় এ ব্যাপারে কৈলাগ ইউপি চেয়ারম্যান কাইছার-এ-হাবীব বলেন, পুলিশ প্রশাসনের কাছে চিহ্নিত চোরের তালিকা দেওয়ার পরও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামানকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।