শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

আড়াইহাজারে তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
আড়াইহাজারে তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফলের বাজারে যেন আগুন। মঙ্গলবার বিকালে প্রতি কেজি তরমুজের দাম র্সবনিম্ন ৫শ' টাকা দরে হাঁকা হচ্ছে।

অবশ্য এই তরমুজই একই দিন সকালে মাত্র ২শ' টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তরমুজের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলে দফায় দফায় উপজেলার রামচন্দ্রদী বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে এমনই দৃশ্য দেখা দেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতিটি তরমুজের আকারভেদে ৫শ' থেকে ১২শ' টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। এতে বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতারা মুহূর্তেই দাম শুনে তরমুজ না কিনেই ফিরে যাচ্ছেন। অনেকে জানান, সকালে একই তরমুজ অর্ধেকেরও কম দামে বিক্রি করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে