বীরগঞ্জে আলো ছড়াচ্ছে পুষ্টি ও পরিবেশবান্ধব বাগান

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মানব দেহকে সুস্থ ও সবল রাখতে পুষ্টি এবং সুষম খাবার যেমন অপরিহার্য, ঠিক তেমনিভাবে মনের প্রফুলস্নতা ও সজীবতা আনতে আমাদের চারপাশের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাও অনস্বীকার্য। এই আলোকে দিনাজপুরের বীরগঞ্জে অফিসের সামনের পতিত জায়গায় ফুল বাগানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি বাগান স্থাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাদের পুষ্টি সংবেদনশীল ও পরিবেশবান্ধব বাগান সাধারণ মানুষের মধ্যে আলো ছড়াচ্ছে। নানা ধরনের ফুল গাছের পাশাপাশি বাগানে রয়েছে ফুলকপি, বেগুনি বাধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন জাতের সবজি। আর এসব সবজি চাষ করা হয়েছে কোনো প্রকার রাসায়নিক সার ও বিষ ছাড়াই। অফিস প্রাঙ্গণে সবজি পুষ্টি বাগান স্থাপনের ফলে পতিত জমি ব্যবহার এবং বিষমুক্ত নিরাপদ সবজির উৎপাদন বাড়বে। ওয়ার্ল্ড ভিশনের উপকারভোগীরা এখানে প্রশিক্ষণে এসে এ ধরনের বাগান দেখে অনুপ্রাণিত এবং বাগান স্থাপনে আগ্রহী হচ্ছেন। এ ব্যাপারে উপকারভোগী সদস্য নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা খগেশ রায় রতন জানান, অফিসের সামনে সামান্য পতিত জমিতে স্থাপিত ফুল ও সবজি পুষ্টি বাগান এখানে প্রশিক্ষণ নিতে এসে উপকার ভোগীদের দৃষ্টি কেড়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেও বাড়ির সামনে পতিত জমিতে বাগান স্থাপনের কাজ শুরু করেছি। আশা করছি, এখানে উৎপাদিত নিরাপদ সবজি আমাদের পরিবারের চাহিদা পূরণ করবে। ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার জানান, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম কর্ম এলাকার মাঠ সহায়তাকারীরা ও অফিসের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণকারী মাঠ পর্যায়ের উপকারভোগীরা এখানে প্রশিক্ষণে এসে বাগান দেখে অনুপ্রাণিত এবং এ ধরনের বাগান স্থাপনে আগ্রহী হচ্ছেন। তারা নিজ বাড়ির আঙিনায় অল্প পরিসরে নিরাপদ সবজি বাগান স্থাপন করে নির্ভেজাল ও বিষমুক্ত পুষ্টি সমৃদ্ধ সবজি পেতে পারেন। পাশাপাশি ফুল গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্যবর্ধন করতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, 'অফিস প্রাঙ্গণে স্থাপিত বাগানটি আমি পরিদর্শন করেছি। আমরা সবাই যদি বাড়ি কিংবা অফিসের পাশে পতিত জমিতে এ ধরনের সবজি বাগান করি তাহলে আমাদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে আমাদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।'