মামলা থেকে অব্যাহতি ও মুক্তির দাবিতে তিন জেলায় মানববন্ধন

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাইবান্ধার সাঘাটায় মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
গাইবান্ধার সাঘাটায় ষড়যন্ত্রমূলক মামলা হতে অব্যাহতি, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামলা থেকে বাঁচতে এবং দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিক রানা'র মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- গাইবান্ধা ও সাঘাটা প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রহমান দুলুকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আটক ও হাতিরঝিল থানায় ষড়যন্ত্রমূলক মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রতিবাদ এবং মামলা অব্যাহতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কচুয়াহাট এলাকার সাঘাটা-গাইবান্ধা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন দুলু মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শামসুল হক, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক অব্দুল লতিফ, সাঘাটা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কচুয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির মাহমুদ মঞ্জু, ব্যবসায়ী আব্দুল হান্নান মিয়া, ইউপি সদস্য হাফিজার রহমান হাবি, ভিকটিমের সহর্ধমিণী কোহিনুর বেগম প্রমুখ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচটি সেচ প্রকল্পের আড়াইশ' বিঘা জমির সেচ কাজ ৫ বছর ধরে বন্ধ রাখা, মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি করা, বিভিন্নজনের পৈতৃক ও খরিদকৃত সম্পত্তি বলপূর্বক জবরদখল, এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পূর্ব আতাদী গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার নিরীহ কৃষক ও জনসাধারণ। তারা হুমায়ুন কবীরের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সোমবার দুপুরে নিজ এলাকায় এ মানববন্ধন করেন। এ ব্যাপারে ওই গ্রামের প্রায় দেড় শতাধিক কৃষক সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ এ বিষয়ে উপজেলা বিআরডিবি কর্মকর্তাকে প্রধান করে বিএডিসির উপ-সহকারী প্রকৌশলীসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। বিষয়টি নিয়ে তদন্ত কমিটির সদস্য বিএডিসির আড়াইহাজারের উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত সাহা বলেন, ইউএনও'র নির্দেশে তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, তথ্য চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড দেওয়ার প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলার একটি দৈনিকের সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। গত রোববার বিকালে পার্বতীপুর প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক শ. আ. ম. হায়দার, মনজুরুল আলম, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দত্ত, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, দৈনিক কালবেলার পার্বতীপুর প্রতিনিধি মিলন পারভেজ, ইনকিলাবের এম এ জলিল সরকার সোহেল সানী, আব্দুলস্নাহ আল মিলন, জাকির হোসেন, মেনহাজুল ইসলাম তারেক, জামান, দিলীপ কুমার রায় ও সরকার পেপার হাউজের এজেন্ট মোস্তাকিম সরকার প্রমুখ।