বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন জাকারিয়া জাকা এমপি ও জেলা প্রশাসক শাকিল আহমেদ -যাযাদি
'সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন' সেস্নাগানে দিনাজপুরের বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা ও দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। ইউএনও ফজলে এলাহীর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সরকার, বীরগঞ্জ পৌর সভার মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা। উলেস্নখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বহুলপ্রত্যাশিত 'সর্বজনীন পেনশন কর্মসূচি'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।