সরাইলে ৮৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাঁচ জেলায় অভিযান

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। দেশের বিভিন্ন জেলায় এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ৩ হাজার ৭০০ ফুট অবৈধ গ্যাস লাইন উত্তোলন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া ও কুট্টাপাড়া গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নাছরিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নাছরিন সুলতানা বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিশ্রম্নতি অনুসারে খাদ্যপণ্য তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলার পূর্ব নোয়াগাঁওয়ের পিকেএস এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত মেসার্স স্মৃতি স্টোরকে ২ হাজার টাকা ও মা-মনি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম পুরো রমজান মাসে চলমান থাকবে। নলছিটি (ঝালকা?ঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে। মঙ্গলবার নলছিটি পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। জরিমানা প্রাপ্তরা হলেন নলছিটি পৌর সুপার মার্কেটের গিয়াস কসমেটিকসের স্বত্বাধিকারী গিয়াস হাওলাদার ও জুয়েল স্টোরের স্বত্বাধিকারী মাসুম মাল। ইউএনও নজরুল ইসলাম জানান, লাইসেন্স ছাড়া শিশু খাদ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়েছে। ভ?বিষ?্যতেও এ অ?ভিযান অব?্যাহত থাক?বে। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন বাজারে অভিযান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পণ্যের মূল্য বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৭ ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে পণ্যের মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী আবু তাহের ও মজিবুর রহমানকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাবেয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী ও আখাউড়া থানার ওসি নূরে আলম। এ সময় সবজি, মাংস ও ফলের দোকান পরিদর্শন করেন তারা। বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের দরদাম যাচাই করেন। দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন। ক্রয়মূল্যের চেয়ে অধিক দাম চাওয়ায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করেন। জেলা সদরসহ আশেপাশের উপজেলার ফলের বিক্রি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ফল বিক্রি করার কথাও বলেন তারা।