সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
প্রশিক্ষণ কর্মসূচি ম মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল ফুড পস্নানিং এন্ড মনিটরিং ইউনিট এনডিসি মো. শহিদুল আলম। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম নাজমুল হক, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ। ইফতার সামগ্রী বিতরণ ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরশহরের রূপনগরে হাজী মঙ্গল ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মো. আতিক ফয়সালের সঞ্চালনায় এ সময় পৌর কাউন্সিলর ইনামুল আহসান খাদেম, মহাবীর আলম উপস্থিত ছিলেন। বসতঘরে আগুন ম তেঁতুলিয়া (পঞ্চগড় ) প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশিপাড়া গ্রামে রোববার রাতে দিনমজুরের বসতঘরে আগুনে পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসিবুল ইসলাম পঞ্চাশ বছরের জীবনে দিনমজুরি কাজ করে ও লোন করে তিলে তিলে সম্পদ হিসেবে গড়েছিলেন ৭টি দেশি গরু, এক আগুনেই কেড়ে নিল কষ্টে অর্জিত সম্পদ, আগুনে পুড়ে মারা গেল একসঙ্গে ৭টি গরু। একমাত্র সম্বল হারিয়ে সর্বস্বান্ত করে দিয়ে গেল পরিবারটিকে। মেয়রকে সংবর্ধনা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ'র আয়োজনে উপ-নির্বাচনে নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমান মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম, হাবিবুল আলম, শাহাব উদ্দিন শিবলী, শিবগঞ্জ সরদার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল। সমিতির নির্বাচন ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার পটিয়া আইনজীবী ভবনে সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বলরাম কান্তি দাশ, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব ও মুখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসিম উদ্দিন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট নুর মিয়া।