শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মিলাদ মাহফিল

ম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মহান স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালীর দশম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফজরের নামাজের পর খতমে কোরআন, সকাল ৮টায় মরহুমের কবর জিয়ারত এবং দুপুর ২টায় নিজ বাড়ি মুক্তিযোদ্ধা কুঠিরে এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন মরহুমের বড় ছেলে চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।

ফুটবল টুর্নামেন্ট

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের দ্বিতীয় নাইট মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের আয়োজনে ও মোহাম্মদপুর মক্কা মিল সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় ফাইভ সিস্টার ফুটবল দল বনাম টুয়েন্টি ব্রাদার্স ফুটবল দল অংশগ্রহণ করে। এতে টুয়েন্টি ব্রাদার্স ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাইভ সিস্টার ফুটবল দল। খেলা পরিচালনা কমিটির সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে করিম আহমদ ও কোরবান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক।

প্রস্তুতি দিবস

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব।' দিবসের কর্মসূচির মধ্যে ছিল র?্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাবু পরিমল বড়ুয়া।

দিবস উদযাপন

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। গত রোববার উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম মাহবুব। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, চুনারুঘাটের পিআইও পস্নাবন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী প্রমুখ।

কৃষি মেলা উদ্বোধন

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার এ উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি শেষে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, বোকাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবউলস্নাহ হাবিব।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় থানা পুলিশ পরিবারের আয়োজনে সমৃদ্ধ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে দীঘিনালা থানার ব্যাডমিন্টন মাঠে খেলায় অংশগ্রহণ করে মেরুং বনাম দীঘিনালা লারমা স্কয়ার। ২-১ ব্যাবধানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় মেরুং এবং রানার্স আপ হয় দীঘিনালা লারমা স্কয়ার। খেলায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।

হারভেস্টার বিতরণ

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ব্রাক মিলনায়তনে প্রান্তিক ব্র্যাক কৃষক/কৃষানি সমিতির মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার ব্র্যাকের 'ফার্ম মেকানাইজেশন অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে বিতরণ প্রকল্পের আওতায় হারভেস্টার বিতরণ' করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিভিশনাল ম্যানেজার (সেন্ট্রাল-২) মো. নূর ই আলম, ম্যানেজার মাইক্রোফিন্যান্স মো. আব্দুলস্নাহ হিল বাকি, বি ডি সি প্রবাল কুমার সাহা, এসিও ডি বি বি এল গোবিন্দ চন্দ্র বর্মণ।

বিদায় সংবর্ধনা

ম গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ নওজেশ আলী, সহকারী অধ্যাপক আকবর আলী, জি এম আহমদ হোসাইন, সহকারী লাইব্রেরিয়ান পরিমল চন্দ্র কর্মকারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে এ উপলক্ষে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল হক। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল হোসেন, নিখিল চন্দ্র দাস, শাহজাহান শিকদার, এ কে এম সায়েম, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, অফিস সহকারী মুজিবুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠান উদ্বোধন

ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সেবা, শিক্ষা, শান্তি এই প্রত্যয়ে শরীয়তপুরের গোসাইরহাট এ হাবিবুর রহমান রাড়ি ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত রোববার উদ্বোধনী দিনে ৪৩ জন বিভিন্ন শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আব্দুল আউয়াল সরদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক পিন্টু।

কৈশোর মেলা

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় এনজিও সংস্থা প্রত্যাশার আয়োজনে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউপি সচিব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী মো. আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রত্যাশীর আঞ্চলিক ব্যাবস্থাপক সুজন দে। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমি আইচ।

দিবস পালিত

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা,র্ যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যদের মধ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে ব্যসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী। এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, থানার উপ-পরিদর্শক খয়বর রহমান, ক্যাবের সভাপতি জয়নুল আবেদীন, চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন।

বছুর বিতরণ

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থয়ানে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও গরিব জেলেদের কর্মসংস্থানের জন্য ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, থানা অফিসার ইন-চার্জ এসএম এ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ উপস্থিত ছিলেন।

পুলিশিং সমাবেশ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় থানা পুলিশের আয়োজনে চুরি, গরুচুরি, মাদক, সন্ত্রাসবিরোধী ও নারী নির্যাতন রোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার উরফা ইউনিয়নের বারোমাইসা বাজারে থানার এসআই মো. আশরাউলের সঞ্চালনায় থানার ওসি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্রো।

কমিটি গঠন

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের (২০২৪-২০২৫) নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বুলস্না বাজারে লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে হাজী মো. মহসিন সাদেক সভাপতি, সুমন আহমেদ বিজয় সাধারণ সম্পাদক এবং মনর উদ্দিন মনির কে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পুরস্কার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন।

সভা অনুষ্ঠিত

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকারের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন, ভাইস চেয়ারম্যান নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, থানার এসআই স্বপন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন সাহা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাটে লাল সবুজ মার্কেট পেস্নসের নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া খাতুন।

কম্পিউটার প্রদান

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা মারমা সংস্কৃতি সংস্থাকে (মাসস) রাজস্থলী উপজেলা পরিষদ কর্তৃক কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার এ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় উপস্থিত ছিলেন মংউচিং মারমা (ময়না) সাধারণ সম্পাদক, মাসস কেন্দ্রীয় কমিটি, উথিনসিন মারমা (হেডম্যান), মিন্টু মারমা যুগ্ম সাধারণ সম্পাদক, মাসস কেন্দ্রীয় কমিটি, পুচিংমং মারমা (চেয়ারম্যান ইউপি), বাবু রবার্ট ত্রিপুরা (চেয়ারম্যান ইউপি), মেচিং মারমা (কার্বারি)।

রক্তদান কর্মসূচি

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

এপেক্স ফাউন্ডেশন এর নীলফামারীর সৈয়দপুরে এপেক্স ক্লাব সৈয়দপুরের উদ্যোগে বস্নাড ডোনেশন ডে' পালন করা হয়েছে। রোববার এ উপলক্ষে শহরের নতুন বাবুপাড়াস্থ ডা. দিল আফরোজা মেমোরিয়াল হাসপাতালে অ্যাপেক্স ক্লাবের সভাপতি আকমল সরকার রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. দিল আফরোজা মেমোরিয়াল হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. আলহাজ খায়রুল বাশার। এ সময় জয়নাল আবেদীন ঠিকাদার, আমিনুর রহমান চৌধুরী, রবিউল সরকার রবি উপস্থিত ছিলেন।

মিলন মেলা

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি সুপার ব্যাচ-৯৫ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার শ্রীমঙ্গল শহরের ডা. এম এ কাইয়ুমের ছেলে বেলায়েত মঞ্জুর মিজানের বাসায় বসে সবাইকে উপহার সামগ্রী দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি বিনয় ভূষণ রায়, সাংবাদিক বিকুল চক্রবর্তী, পোস্ট মাস্টার আব্দুল মতিন, সাংবাদিক এম এ রকিব, পংকজ গোস্বামী, প্রভাংশু সরকার, শ্যামল আচার্য, সিরাজ মিয়া, আব্দুল জলিল, ঢাকা থেকে আগত এবি লিংকের স্বত্বাধীকারী মো. শাকিল।

শিক্ষককে বরণ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার চাঁনদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-যোগদানকৃত প্রধান শিক্ষক এমরুল কায়েস খানকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সদস্যরা। রোববার কমিটির আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বগুড়া জজ কোর্টের আইনজীবী রেজানূর ইসলাম খান, ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হাসান মনছুর, সহকারী শিক্ষক জোবায়ের আল মাহমুদ সবুজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিরা।

ভবন উদ্বোধন

ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার উজিরপুরে আলহাজ বি এন খান ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার জাইকার অর্থায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা পরিষদের বাস্তবায়নে নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু। এ সময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম শিপন মোলস্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে