শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মান্দায় উচ্চতর গণিতের লিখিত পরীক্ষায় ব্যবহারিকের প্রশ্নপত্র

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
মান্দায় উচ্চতর গণিতের লিখিত পরীক্ষায় ব্যবহারিকের প্রশ্নপত্র

নওগাঁর মান্দায় চলমান এসএসসি পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত এমসিকিউ পরীক্ষার দেড় ঘণ্টা পর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। গত রোববার সকাল ১০টায় কালিকাপুর-চককালিকাপুর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত ২৫ মিনিটের উচ্চতর গণিত এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষার আগে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও কেন্দ্র সচিবের গাফিলতির কারণে এমসিকিউ পরীক্ষার পর নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

২৫ মিনিটের উচ্চতর গণিত এমসিকিউ পরীক্ষার পর আড়াই ঘণ্টার লিখিত পরীক্ষায় ব্যবহারিকের প্রশ্নপত্র সরবরাহ করার বিষয়টি জানতে পেরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর কোনো বিরতি ছাড়াই দুই ঘণ্টা ৩৫ মিনিটের লিখিত (সিকিউ) পরীক্ষার প্রশ্নপত্র এনে (দুপুর ১১-৫৫ মিনিট থেকে দুপুর ২-২৫ মিনিট পর্যন্ত) পরীক্ষা নেওয়া হয় বলে জানান পরীক্ষার্থীরা।

পরীক্ষার রুটিনে সকাল ১০টা- দুপুর ১টা পর্যন্ত উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা থাকলেও এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষার সময় ভুলক্রমে ব্যবহারিকের প্রশ্নপত্রের প্যাকেট সরবরাহের কারণে বিতর্কের সৃষ্টি হয়। পরীক্ষা চলাকালীন সময় মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্‌ আলম শেখ, ট্যাগ অফিসার এনায়েত ও রেজাউল ইসলাম, কেন্দ্র সচিব এ.বি.এম. ফজলে রাব্বী ওরফে তারেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। পরে ইউএনও লায়লা আঞ্জুমান বানু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্‌ আলম শেখ বলেন, বিষয়টি কেন্দ্র সচিবের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করার পর তা দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর থানা থেকে লিখিত পরীক্ষার সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে তা দিয়ে পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে