নেত্রকোনা পৌরসভার প্রায় ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের প্রচেষ্টায় ৯টি ওয়ার্ডবাসীর কল্যাণে ৪৮ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলাম ৩ মার্চ উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দিয়েছেন। নেত্রকোনা পৌরসভার ৩নং ওয়ার্ডে সোমবার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চলতি অর্থবছরে ১০টি প্যাকেজে ৪৮ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, পৌর কাউন্সিলর সেলিম রেজা সরল খান, পৌর কাউন্সিলর মো. হেলিম আহমেদ, সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হওলাদার মিলন, ওয়ালিউলস্নাহ পারভেজ, মো. রাসেল আহমেদ, মো. আমিরুল ইসলাম, সৌরভ চৌধুরী, ধ্রম্নব সেন প্রমুখ।