লালমনিহাটের বুড়িমারী এক্সপ্রেস চালু হচ্ছে আজ

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী থেকে ঢাকা রুটে বুড়িমারী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন আজ মঙ্গলবার থেকে চলাচল শুরু হবে। গত ৯ মার্চ বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক নির্দেশপত্রে ট্রেন উদ্বোধনের বিষয়টি জানানো হয়। এদিকে, রংপুরের পীরগাছা ও লালমনিরহাটের আদিতমারী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধনসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রেলওয়ে সূত্র মতে, বুড়িমারী এক্সপ্রেস ঢাকা স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে এবং লালমনিরহাট স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৬-১০ মিনিটে। এরপর ট্রেনটি ওই স্টেশনে যুক্ত হবে লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটের ৪৫৫ নম্বর ট্রেনের সঙ্গে। লালমনিরহাট স্টেশনে থেকে ট্রেনটি সন্ধ্যা ৬-৫০ মিনিটে ছেড়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ৯-৪০ মিনিটে। অন্যদিকে, বুড়িমারী কমিউটার ট্রেন বুড়িমারী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে এসে লালমনিরহাট স্টেশনে পৌঁছবে রাত ৮-২৫ মিনিটে। ওই স্টেশনে ট্রেনটি যুক্ত হবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসবে রাত ৯-১০ মিনিটে। ট্রেনটি ঢাকায় পৌঁছবে সকাল ৭টায়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রম্নতি দেন। ২০১৮ সালের ১৬ জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক লালমনিরহাট স্টেশনে এসে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রম্নতি দ্রম্নত বাস্তবায়নের ঘোষণা দেন। পরে ২০২১ সালের ১২ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পরিদর্শনে এসে বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন দ্রম্নত চালুর আশ্বাস দেন। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, বগুড়া, বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, লালমনিরহাট, তুষভান্ডার, হাতিবান্ধা, বড়খাতা ও পাটগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। অন্যদিকে, ওই ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে লালমনিরহাটের আদিতমারী, রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ও সাদুলস্নাপুরের নলডাঙ্গায় যাত্রাবিরতি রাখা হয়নি। ফলে এসব এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। নাগরিক কমিটির ব্যানারে পীরগাছা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নানা কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, সোমবার দুপুরে মানববন্ধন করা হয়। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় লক্ষাধিক মানুষের গণজমায়েতের কথা জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান। সূত্র মতে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ নির্ধারিত ছিল গত বছরের ৩০ নভেম্বর। পরে সেটি পরিবর্তন করে নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। এই দিনটিও পরিবর্তন করে নির্ধারণ করা হয় ১৬ ডিসেম্বর। এভাবেই তারিখ পরিবর্তন হতে থাকে। সবশেষে উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।