শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
গাইবান্ধায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তিন দিবস পালনে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা

স্বদেশ ডেস্ক
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
তিন দিবস পালনে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা

বিভিন্ন স্থানে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া এবং রাঙামাটির রাজস্থলিতে এ সভা হয়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় ক্ষুদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গাইবান্ধা প্রতিনিধি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ায় ক্যানভাস আর্ট স্কুলে সোমবার ক্ষুদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পস্ন্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রকৌশলী ফরমান আলী। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকনউদ্দৌলা রোকন, প্রকৌশলী সহসভাপতি সোহরাব আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ প্রকৌশলী চমক কুমার সরকার, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, বিদ্যালয়ের পরিচালক শেখ মাজেদুল আবেদিন, সহকারী শিক্ষক রুবা খাতুন, মনা বেগম প্রমুখ। প্রতিযোগিতায় দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসসের পক্ষ থেকে ইউএনও নিজস্ব সভা কক্ষে এ সভার আয়োজন করেন। সভার সভাপতি বলেন সরকারি নির্দেশনা ও নীতিমালা মেনে দিবসটি উদযাপন করা হবে।

ইউএনও কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়া প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও শাহ আলম মিয়ার (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। এর আগে নবাগত ইউএনও ও অন্যদের পরিচয় পর্ব হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাগত ইউএনও ইমদাদুল হক তালুকদার, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার ওসি এনামুল হক, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলীতে ইউএনও কার্যালয়ে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. সোহেল চৌধুরী, সাংবাদিক আজগর আলী খান, কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, ওসি তদন্ত মোস্তফা কামাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে