শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
কুষ্টিয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আগুন

পানের বরজসহ পুড়ল আবাদি ফসল, দিশেহারা কৃষক

কুষ্টিয়া ও ভেড়ামারা প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
কুষ্টিয়ার ভেড়ামারায় রোববার দুপুরে লাগা আগুনে পুড়ছে আবাদি ফসল ও পানের বরজ -সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় আগুন লেগে ৮ কিলোমিটার এলাকা জুড়ে আবাদি ফসল ও পানের বরজসহ বসতভিটা পুড়ে ছাই হয়েছে। রোববার দুপুর ১টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষকরা দাবি করেছেন।

এলাকাবাসী জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। ওই আগুন আস্তে আস্তে রায়টা, পাথরঘাট, মিটননগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ বিভিন্ন এলাকার ৮ কিলোমিটর পর্যন্ত ছড়ি পড়ে। এতে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

\হভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, আগুনে কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শত শত বিঘা ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বিকাল সাড়ে ৪টায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পানের বরজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। প্রচন্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে