ঢাকা ওয়াসা এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগুবে :স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ২০২২-২৩ অর্থবছরের জন্য "বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২২-২০২৩" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ ইব্রাহিম, সচিব, স্থানীয় সরকার বিভাগ, ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সচিব, ফাইন্যান্স ডিভিশন এবং প্রফেসর ড. সুজিত কুমার বালা, বোর্ড চেয়ারম্যান, ঢাকা ওয়াসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান। স্থানীয় সরকার মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসে। ওয়াসার বর্তমান প্রশাসন তথা ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান ওয়াসা প্রশাসনের হাত ধরে সংস্থাটি উলেস্নখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেটা যেমন পানি সরবরাহে সাধিত হয়েছে তেমনি সুয়্যারেজ সিস্টেমের উন্নয়নেও ব্যাপক পরিকল্পনা ও কার্যক্রম নেয়া হয়েছে। ইতোমধ্যেই রাজধানীকে শতভাগ পয়ঃ সেবার আওতায় আনতে রাজধানীকে ঘিরে পাঁচটি পয়ঃ শোধনাগার নির্মাণ কার্যক্রম নেয়া হয়েছে। ঢাকা শহরের পুরানো জরাজীর্ণ পাইপলাইন পরিবর্তন করে অত্যাধুনিক ডিএমএ (ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া) পদ্ধতিতে এইচডিপিই (হাই ডেনসিটি পলি ইথাইনিল) পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। ফলে সরবরাহকৃত পানির মান ভালো হচ্ছে। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ব্যাংকিং সেবা সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম বিশেষ বক্তব্য রাখেন। বিকাশের এমডি এন্ড সিইও কামাল কাদিরও বক্তব্য রাখেন। বিকাশ ও অনলাইন ব্যাংক/বিকাশ/নগদ/সিওর ক্যাশ ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আজ ঘরে বসেই পানির বিল পরিশোধ করা যাচ্ছে। ডেবিট/ক্রেডিট কার্ডেও মাধ্যমেও বিল পরিশোধ করা যায়। ফলে ঢাকা ওয়াসা আজ ডিজিটাল ওয়াসায় পরিণত হয়েছে। স্বভাবতই ঢাকা ওয়াসা সরকার ঘোষিত নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে 'স্মার্ট ওয়াসা'য় রূপান্তরিত হচ্ছে। পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি তাকসিম এ খান ঢাকা ওয়াসাকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি