সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
অলিম্পিয়াড সমাপ্ত ম হাবিপ্রবি প্রতিনিধি কৃষিপ্রধান আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্স (ইয়াস) বাংলাদেশ কর্তৃক আয়োজিত হয় রিজিওনাল পরিবেশ অলিম্পিয়াড-২০২৪ শনিবার সকাল ১০টায় প্রতিযোগীদের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম। এরপর ওয়ার্কশপ সেশন, কুইজ, আইস ব্রেকিংসহ নানা আয়োজনে সাজানো ছিল দিনটি। অলিম্পিয়াডের শেষদিনের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর ড. ইয়াছিন প্রধান। মতবিনিময় সভা ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলামকে বিজয়ী করতে আটঘরিয়া পৌর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পৌর প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. গোলজার হোসেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভার.) মো. আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ ফারুক আহমেদ, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম। বৃত্তি প্রদান ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি মনোহরদীর নারান্দী আলাউদ্দিন নূরানী উচ্চ বিদ্যালয় ও নারান্দী জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও জাহানারা ফাউন্ডেশন কর্তৃক দ্বিতীয় শ্রেণির ৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহসীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ইকবাল আহমদ অবসরপ্রাপ্ত পরিচালক, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময় আরও উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডা. জাকির আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আর্থিক সহযোগিতা ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির ঐচ্ছিক তহবিলের একশত জন দরিদ্র মানুষের মধ্যে নগদ পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে ইউএনও মো. ডালিম সরকারের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহসভাপতি সমীর রঞ্জন ধর, যুগ্ম সম্পাদক যথাক্রমে মো. আবু তাহের মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী। উন্নয়ন কর্মশালা ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি চাটখিলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিলস্নুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। কর্মশালায় চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালা অনুষ্ঠিত ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে উপজেলা/ইউনিয়নপর্যায়ে কৃষক, সম্প্রসারণ কর্মী, ইনপুট পরিসেবা প্রদানকারী এবং ভোক্তাদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কীটনাশক ঝুঁকি হ্রাস প্রকল্পের আয়োজনে উপজেলা কৃষি অফিস ট্রেনিং হলরুমে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, খামারবাড়ির সমন্বিত বালাই ব্যবস্থপনা বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক কারিমা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম। কর্মশালা অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি 'সম্মুখে ছুটেছি বাধাহীন হয়ে, যুগের পৃষ্ঠে এঁকেছি আমরা বিজয়ের পদচিহ্ন' এ স্স্নোগান নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্যকর্মশালা। ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির আয়োজনে রোববার শহরের কুইন ফ্রেশক্যাফে মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় আজীবন সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সুলতান আল একরাম, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ, দপ্তর সম্পাদক শাহানুর আলম। বৈঠক অনুষ্ঠিত ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাটে গ্রামীণ ব্যাংক দৌলতপুর শাখায় কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কেন্দ্র শাখার অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক প্রোগ্রাম জোনের জোনাল ম্যানেজার মো. রহমতুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি এরিয়া ম্যানেজার দেওয়ান জিলস্নুর রহমান, শাখা ম্যানেজার জহুরা খাতুন, মোহাম্মদ শাহ আলম, মাসউদুর রহমান, অফিসার ফাহিমা, তন্নী দে। এ ছাড়াও গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধান এবং সহকারী কেন্দ্র প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সংবর্ধনা ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থী ও এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেপি গ্রম্নপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ, স্বাগত বক্তব্য রাখেন, ওই কলেজের অধ্যাপক ড. বাসুদেব কুমার দে শিকদার। এ ছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বলরাম দাস। আলোচনা সভা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার বিকালে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক অমিত আকঞ্জি। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। ভবন উদ্বোধন ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয়ে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এম জাহিদ। ওই স্কুল প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন প্রমুখ। পুরস্কার বিতরণ ম লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান শাহ্‌ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪৯তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাইফুদ্দিন হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ এম এ মোতালেবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মুহাম্মদ নুরুল হুদা আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য ডা. ছাবের আহমদ চৌধুরী। সংবর্ধনা প্রদান ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নাগরিক চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া নাগরিক সমাজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু। সংবর্ধনা প্রদান ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধের গবেষক, সাহিত্য একাডেমির সভাপতি ও দেশবরেণ্য কবি জয়দুল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংগঠনিক আবৃত্তি চর্চায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত 'গোলাম মুস্তাফা আবৃত্তি পদক'প্রাপ্তিতে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি জয়দুল হোসেন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার। সংবর্ধনা পরিষদের আহ্বায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোলস্না। ইফতার সামগ্রী বিতরণ ম পাবনা প্রতিনিধি পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা ১৪০ জনের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় চত্বরে জহুরা ফাউন্ডেশনের সভাপতি, পাবনা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন এনএসআইয়ের উপ-পরিচালক কামরুল হাসান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল কবীর। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান সমন্বয়কারী আজিজুর রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মামুন হোসেন। ফ্যামিলি ডে ম গাজীপুর মহানগর প্রতিনিধি গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর মহানগরীর একটি রিসোর্টে ফ্যামিলি ডে অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ্‌ শামসুল হক রিপনের নেতৃত্বে ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকরাসহ সংগঠনের সব সদস্য ও তাদের স্ত্রী-সন্তানরা উপস্থিত হয়ে দিনব্যাপী আনন্দ উপভোগ করেন। পুরস্কার বিতরণ ম আত্রাই ( নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে শেখ মোফাজ্জল হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতে সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল হাসনাত। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম গোলাম কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম, অধ্যক্ষ ডিএস জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী শেখ ফাইসাল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, অষ্টম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা স্বর্ণা প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দু'দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোলস্না। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. ফজলুল হক মুন্সী, কাদিরপুর ইউপি চেয়ারম্যান আজাদুল ইসলাম। পুরস্কার বিতরণ ম চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছায় বেলা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। স্বাগত বক্তা ছিলেন বিদ্যালয় অধ্যক্ষ কামরুজ্জামান। ক্রীড়া পরিচালনা করেন শিক্ষক জাফর ইকবাল লিটন। অবহিতকরণ কর্মশালা ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটায় এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় (বেসরকারি) সংস্থা সুশীলনের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, প্রাণিসম্পদ অফিসার ডা. মোছা রেবা বেগম, সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, সোনালী ব্যাংক বোনারপাড়া শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি সাদেক আলী।