শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে জাল ভোট দেওয়ার চেষ্টা ৫ জনের কারাদন্ড

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
ফটিকছড়িতে জাল ভোট দেওয়ার চেষ্টা ৫ জনের কারাদন্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় পাঁচজনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে চারজনের সাত দিন ও একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী।

দন্ডপ্রাপ্তরা হলো- নানুপুর ঢালকাটা গ্রামের পারভেজ (৩৬), জালাল উদ্দিন রনি (২১), আলাউদ্দিন বাবু (৩০) ও ওবায়দুলস্নাহ (২৪) ও আরিফ।

জানা যায়, ৯ মার্চ ফটিকছড়ির নানুপুর এবং খিরামের সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় নানুপুর ইউনিয়নের ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পাঁচজনকে জাল ভোট প্রদান কালে আটক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে