মনোহরগঞ্জে তুলার কারখানায় আগুন

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তুলার কারখানাসহ ওয়ালটনের গোডাউন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার উপজেলার নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন বাচ্চু মিয়ার তুলার কারখানা ও ওয়ালটনের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় পৌনে ১২টার দিকে বাচ্চু মিয়ার তুলার কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা পাশে থাকা ওয়ালটনের গোডাউনে ছড়িয়ে পড়লে তুলার পাশাপাশি ওয়ালটনের গোডাউনে থাকা টিভি, ফ্রিজ, এসি, ফ্যানসহ অধিকাংশ ইলেকট্রনিক্স সামগ্রী আগুনে পুড়ে যায়। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও লাকসাম ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৪টি ইউনিট পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কুমিলস্না-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে প্রায় পৌনে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।