ভূঞাপুরে হাসপাতালে রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলা স্বাস্থ্যকমপেস্নক্সে অতিরিক্ত চাপ বেড়েছে রোগীদের। উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে করে কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের সেবা প্রদানে হিমশিমে পড়েছেন। সরেজমিনে রোববার দুপুরে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এছাড়াও রোগী ও স্বজনদের সামলাতে হ্যান্ড মাইকিং করছেন দায়িত্বরতরা। কর্তব্যরত চিকিৎসকরা জানান, অন্য দিনের তুলনায় সেদিন রোগীর চাপ বেড়েছে। তারমধ্যে ঠান্ডাজনিত জ্বর, কাঁশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী বেশি। রোগীদের চাপের কারণে সেবা দিতে বেগ পেতে হচ্ছে। চিকিৎসা নিতে আসা শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, কিছুদিন ধরেই হাসপাতালে রোগী ও স্বজনদের চাপ দেখা যায়। হাসপাতালের ভেতরে ও বাইরে ব্যাপক ভিড়। তবে, চিকিৎসা প্রদান তেমন ভোগান্তি নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগীদের চাপ বাড়ছে। তারমধ্যে নারী ও শিশু রোগীর চাপ বেশি রয়েছে। তিনি আরও বলেন, ভূঞাপুর ছাড়াও পাশ্ববর্তী ঘাটাইল ও গোপালপুরের অংসখ্য লোকজন প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। যার কারণে দিন দিন রোগীদের চাপ বেড়ে চলছে। ফলে চিকিৎসকরা সেবা দিতে অনেকটা হিমশিমে পড়েছেন।