শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
ভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন

দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিককে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঝালকাঠির রাজাপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুর জেলার নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড দেওয়ার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকরা শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শান্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে আলোচনা করেন সাংবাদিক তোবারক হোসেন খোকন, ধ্রম্নব সরকার, ডা. কামরুল ইসলাম, সুমন রায়, আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, আনিসুল হক সুমন, মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়াসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার ভান্ডারিয়া-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাটাখালি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী শিক্ষক মেহেদী হাসান কানুদাসকাঠি-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক শুভঙ্কর চন্দ্র দাস, আবু সালেক, স্থানীয় ইব্রাহিম, ফিরোজ সিকদার, দুলাল কাজী, স্কুল শিক্ষার্থী তানিয়া হাসান ফারিন, ফারিয়া প্রমুখ। মানববন্ধন শেষে তারা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় শাহ আলম জমাদ্দারের দুই ছেলে অনিক জমাদ্দার ও লিয়ন জমাদ্দার কাটাখালি বাজারে বসে শিক্ষক মেহেদী হাসানকে অনর্থক মারধর করে। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে