শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

হিজলায়-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৩৪

হিজলা (বরিশাল) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
হিজলায়-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার আটক ৩৪

বরিশালের হিজলায় মেঘনা নদীর অভায় আশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করেছেন হিজলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। সরকারের দেওয়া দুই মাসের বিভিন্ন নদীর অভয় আশ্রমগুলোতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় মেঘনা নদীর অভয় আশ্রমে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। কিন্তু এই নিষেধাজ্ঞ অমান্য করে প্রতিনিয়তই জেলেরা মাছ ধরছেন। এরই ধারাবাহিকতায় হিজলা মৎস্য অধিদপ্তর গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অভিযান চালায়। অভিযানে আইন অমান্যকারী ৩৪ জন জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

অভিযান পরিচালনা করেন হিজলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। হিজলা থানা পুলিশের এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি পুলিশের দল তাকে সাহায্য করেন।

হিজলা থানা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির সিকদার বলেন, 'হিজলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সদ্য যোগদান করে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে আমরা সরকারের দেওয়া নিষেধাজ্ঞার বাস্তবায়ন পাব। সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়ন হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে