হোসেনপুরে সমাজসেবা অফিসের আওতায় সুফলভোগী ২০ হাজার

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিসের আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ পর্যন্ত ২০ হাজার ভাতাভোগী সুফল পেয়ে আসছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রকারের ভাতা প্রদানের উদ্যোগ নেয় সরকার। সূত্রে জানা যায়, ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় বয়স্ক ভাতা ১০ হাজার ১৫৬ জন, বিধবা ভাতা ৪ হাজার ৫১৫ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৫ হাজার ২৮ জন, অনগ্রসর ভাতা ৯০ জন এবং হিজড়া ভাতা তিনজন, প্রতিবন্ধী শিক্ষার্থী ১৬০ জনকে উপবৃত্তি, এবং অনগ্রসর শিক্ষার্থী ২১ জনকে উপবৃত্তি হিসেবে আর্থিক সহায়তা নিয়মিত প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে নতুন বরাদ্দের অন্তর্ভুক্ত করা হয়েছে ১ হাজর ৫৯০ জনকে, যার কার্যক্রম চলমান রয়েছে। তবে অনলাইনে আবেদনের তুলনায় বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ কম হওয়ায় সাময়িক অসুবিধা হচ্ছে। জানা যায়, বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় চিরুনী অভিযানের মাধ্যমে জনপ্রতিনিধিরা উপযুক্ত ব্যক্তিদের তালিকা যাচাই-বাছাই করে উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন। পৌর এলাকার পশ্চিম ধুলজুরী গ্রামের ভাতাভোগী গোলাপ জান জানান, প্রতিবন্ধী ভাতা পেয়ে তার সংসারের অভাব কিছুটা হলেও দূর হয়েছে। উত্তর কুড়িমারা গ্রামের একই পরিবারের পাঁচজন প্রতিবন্ধীর মধ্যে তিনজন ভাতা পাচ্ছেন। অন্য দু'জনকেও এ বছর ভাতার আওতায় আনা হবে। পরিবারের প্রধান শামসুদ্দিন জানান, সরকারের আর্থিক সুবিধা পেয়ে তারা অনেক সুফল পাচ্ছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান, সমাজের অসচ্ছল ও অনগ্রসর ব্যক্তিদের ভাতা পাওয়ার জন্য সারা বছরই জরিপ কাজ চলমান রয়েছে। এছাড়াও ভাতা ভোগীদের ফিঙ্গার প্রিন্টজনিত সমস্যা দূরীকরণে প্রতিমাসে উপজেলা সমাজসেবা অফিস নিরলসভাবে কাজ করে।