শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

-আবুল কালাম এমপি
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য ও আবুল কালাম আজাদ বলেছেন, 'তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে।'

শুক্রবার কুমিলস্নার দেবিদ্বারে বাকসার উচ্চ বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসিফ বিন লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন শিমুল, বিশিষ্ট শিল্পপতি আবুল বাসার সরকার, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল হাসান রাসেল, কুমিলস্না উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে