শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
রাজশাহীর চারঘাটে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষার্থীরা -যাযাদি

'দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব'- এই স্স্নোগানকে সামনে রেখে সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া,র্ যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসের শুরুতেই বর্ণাঢ্য র?্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার। বক্তব্য রাখেন কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার তাজালস্নী ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোলস্না, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আয়েশা খাতুন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, প্রকল্প বাস্তবায়ন কার্যসহকারী আশরাফ সিদ্দিকী প্রমুখ। বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে ইউএনও'র সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিপ্রতিরোধক একটি মহড়া প্রদর্শন করেন শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহবুবুর রহমান। এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদ আবরার, কৃষি কর্মকর্তা সুমাইয়া আক্তার, আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা রুনা আক্তার, সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, রাতুল মন্ডল, সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল প্রমুখ। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, পলস্নী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুবকর, সাংবাদিক আব্দুর রহমান আরমান, লোকমান হোসেন পনির প্রমুখ। সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগর উপজেলা চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও সুখময় সরকার। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিসর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, পিআইও কার্যালয় সহকারী প্রকৌশলী হাসান ওয়াদুদ, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ বেনজির আহমেদ, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বেলাল হোসেন, শফিকুল ইসলাম শফি। রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুলস্নাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, ফায়ার স্টেশনের সাব অফিসার মোশারেফ হোসেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাবানা খানম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ প্রমুখ। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায়র্ যালিতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান।র্ যালি শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যালয় আলোচনা সভায় ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযােদ্ধা ইকরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার খায়রুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবদিন বাবুল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুলস্নাহ আল রিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুলস্নাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ উপস্থিত ছিলেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা খায়রুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ছামেদুল ইসলাম প্রমুখ। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, তাহিরপুরে উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভপতিত্বে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম, তাহিরপুর থানার এসআই হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শওকত হাসান প্রমুখ। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম। এসি ল্যান্ড জেসমিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হানিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্যানেল মেয়র মেহেদী হাসান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামসুল আলম প্রমুখ। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠে আলোচনা সভায় এসি ল্যান্ড রুপম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভা সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি শাহজাহান শাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী মোর্শেদ ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জ সাহাদাৎ হোসেন প্রমুখ। নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্‌খারুল ইসলাম, নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ ইমন মিয়া, প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে এসি ল্যান্ড রাহাত বিন কুতুবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মলিস্নক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর কবির প্রমুখ। শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে শোভাযাত্রা ও মহড়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় অতিথি ছিলেন এসি ল্যান্ড সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম হাদি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রিয়াজ উদ্দিন, মোস্তফা কামাল, কারিতাস বাংলাদেশ প্রজেক্ট সুপারভাইজার মিঠুন আন্তুনি দিও, বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, চেয়ারম্যান আহাদ মিয়া প্রমুখ। ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ভোলাহাটে উপজেলা মডেল মসজিদ কমপেস্নক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গরীবুলস্নাহ দবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার ফরিদ উদ্দিন প্রমুখ। বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, বিশ্বম্ভরপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ও সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ফায়ার সার্ভিস লিডার এনামুল হক প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নজরুল ইসলাম ও লিডার রতন আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন, ইউএনও ডালিম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট ফায়ার স্টেশন ইউনিট ইনচার্জ মোজাম্মেল হক, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা লাইলা আরজুমান বানু প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এসি ল্যান্ড মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন স্থানীয় এমপি মোস্তাক আহমেদ (রুহী)। এছাড়াও আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ তালুকদার, সবুজ মিয়া, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসি ল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হারুনর রশীদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইয়েদ মোহাম্মদ ইমরান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে মহড়া অনুষ্ঠিত হয়। প্রকল্প কর্মকর্তা আবু এহসান মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর ফয়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাব্বির হাসান প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। সভাপতিত্ব করেন এসি ল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। আরও বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শাহিনা আক্তার, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। সভায় বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা জাকির হোসেন, এনজিও প্রতিনিধি রিয়াজুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বক্তব্য রাখেন ডাক্তার আদিলা আজহার আরশী, বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার ইসাহক আলী, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপির ম্যানেজার রোলেন্ড গমেজ, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, জীবিকায়ন দীপক চন্দ্র রায় ও আলমগীর হোসেন প্রমুখ।

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চত্বরে ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, কৃষি অফিসার সুমন মিয়া, ফায়ার সার্ভিসের একটি টিম, ও গণউন্নয়ন কেন্দ্রের ফিল্ড অফিসার রবিউল হাসান প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইয়ুব আলী, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি জানান, জৈন্তাপুরে এসি ল্যান্ড ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতি নিয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কার্মকর্তা রতন চন্দ্র দাস, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন (ইনচার্জ) বায়েজিত আহমেদসহ ফায়ার ফাইটার সদস্যরা, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা কামারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, মনির হোসেন, নাজির এপি’র মাঠ সহকারী মিন্টু সরকার, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু ও জাফর উল্লাহ।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সিপিপির উপজেলা টিম লিডার ও জেলা পরিষদ সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আ. সালাম প্রমুখ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, বাজিতপুরে দিবস উপলক্ষে গৃহহীন পরিবারের মধ্যে ঢেউটিন, গৃহমঞ্জুরি সহায়তা, পানিতে ও বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শামীম হোসাইন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল হক গৃহহীন পরিবারের মধ্যে দুই ভান টিন বিতরণ, গৃহমঞ্জুরি ৯টি পরিবারের মধ্যে ৫৪ হাজার টাকার চেক, পানিতে ও বজ্রপাতে নিহত প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল গণি।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর রাঙ্গাবালীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরল হাসান, এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, বিআরবি কর্মকর্তা রিপন খন্দকার।

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রাউজানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও অংগ্যজাই মারমা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড রিদুয়ানুল ইসলাম। বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে