ফকিরহাটে জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় সিনিয়র ভারোত্তলন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে ম্যাডেল পরিয়ে দেওয়া হয় -যাযাদি
বাগেরহাটের ফকিরহাটে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সমাপনীর মাধ্যমে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশন ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় ওসি আশরাফুল আলম, প্রশিক্ষক হামিদুল ইসলাম, শাহরিয়া সুলতানা, সাশৈয়া ভারোত্তলন ক্লাবে কোর্স আনিচুর রহমান বিপস্নবসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষক, ক্রীড়াবিদ, গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, 'আগামী বছর ফকিরহাটে আরও জাঁকজমকপূর্ণভাবে জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ৬টা বাহিনীর ভারোত্তলন দলসহ মোট ১৭টা ক্লাবের জাতীয় পর্যায়ের ১২১ জন খেলোয়ার অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৭০জন এবং নারী খেলোয়ার ৫১ জন অংশগ্রহণ করেন।