শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ধুনটে দুই বিঘা ভুট্টা ক্ষেত বিনষ্টের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
ধুনটে দুই বিঘা ভুট্টা ক্ষেত বিনষ্টের অভিযোগ

বগুড়ার ধুনটে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ভুট্টার গাছ কেটে ক্ষতিসাধন করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের কৃষক আবুল কাশেম মন্ডল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক আবুল কাশেম মন্ডল ৫৮ শতক জমিতে ভুট্টা রোপণ করেন। শুক্রবার সকালে পূর্ব ভরনশাহী গ্রামের নুরুল ইসলাম খান তার জমির ভুট্টা গাছ কেটে নিয়ে যায়।

এ বিষয়ে কৃষক আবু কাশেম বলেন, জমিটি ক্রয় করে ২৪ বছর ধরে চাষাবাদ করে আসছিল। কিন্তু হঠাৎ করেই নূরুল ইসলাম এসে জমিটি তাদের দাবি করে জমির ভুট্টা গাছ কেটে জমিটি দখলের অপচেষ্টা করে আসছে।

এ বিষয়ে নুরুল ইসলামের মেয়ে রুমা আক্তার বলেন, 'আমরা ভূমি অফিস থেকে জমিটির খাজনা-খারিজ করেছি। কিন্তু আবুল কাশেম কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই আমাদের জমিতে আমরা চাষাবাদের প্রস্তুতি নিচ্ছি।'

ধুনট থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, কৃষকের জমির ভুট্টার গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে