গরিবের টাকা মেরে খেতে আমি এমপি হয়ে আসিনি

-জিলস্নুর রহমান এমপি

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলস্নুর রহমান বলেছেন, 'গরিবের টাকা মেরে খেতে আমি সংসদ সদস্য হতে আসি নি। সংসদ সদস্য থাকা অবস্থায় টিআর, কাবিখাসহ সব ধরনের বরাদ্দ সঠিক জায়গায় ব্যয় করা হবে।' শনিবার রাজনগরে উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে ও টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি আব্দুস ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়ছল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, ক্বারী শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদিকুর রহমান, যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সম্পাদক আব্দুলস্নাহ আল সাম্মু প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংসদ সদস্যকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক পিতলের 'নৌকা' ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।