শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

মানুষের জীবনের পরিবর্তন করতে পারেন একজন শিক্ষক

-ড. সেলিম মাহমুদ এমপি
চাঁদপুর প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
মানুষের জীবনের পরিবর্তন করতে পারেন একজন শিক্ষক

চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন, 'শিক্ষক কেবলি শিক্ষক নয়, একজন শিক্ষক সবার কাছে সম্মানিত। তার আর্থিক মর্যাদা বা অন্য কোনোভাবে শিক্ষককে পরিমাপ করার সুযোগ নাই। একজন মানুষের জীবনের পরিবর্তন করতে পারে শিক্ষক।'

শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার শাহ্‌ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমার ছাত্র জীবনে যে কজন ব্যক্তি আমার জীবনে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন তাদের সব কজনই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়াও আমার স্কুল জীবনে একজন শিক্ষক আমাকে সার্বিকভাবে যে দিক-নির্দেশনা ও পরমার্শ দিয়েছিলেন, সেটি আমার পরবর্তী জীবন গঠনে গুরুত্বপূর্ণ পর্যায় ছিল।'

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, ওসি মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ড. সেলিম মাহমুদ এমপিকে শিক্ষক নেতারা ফুল ও নৌকা প্রতীক উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে