বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে

-সোহাগ এমপি
বাগেরহাট প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, 'পরাশক্তির কবল থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পরই দেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরপর ৯ মাস যুদ্ধ করে দেশের ৩০ লাখ মানুষ শহীদ হয় ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়।'

শুক্রবার বাগেরহাটের শরণখোলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তৃতা রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, বাদশা আলমগীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে