কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মেয়রের ব্যতিক্রম উদ্যোগ

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর মেয়র আশরাফুল আলমের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি -যাযাদি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতার ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার নিয়ে শহরের ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে চলাচলকারী মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে অংশ নেন কলীগঞ্জ থানার ওসি আবু আজিব, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপস্নব, পৌরসভার সব কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, রেড-ক্রিসেন্টের সেচ্ছাসেবক দল ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে এবং পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃতু্য হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের মৃতু্য হয়। চলতি বছরের জানুয়ারি মাসে মোটর সাইকেল দুর্ঘটনায় শহরের বলিদাপাড়া গ্রামে ৩ যুবকের মৃতু্য হয়। হেলমেট ব্যবহার না করা ও উঠতি বয়সের যুবকদের বেপরোয়া মোটর সাইকেল চালানো, শহরের কাছাকাছি এলে বাস, ট্রাকসহ অন্য যানবাহনের চালকদের দানবীয় গতি, লেগুনা, থ্রি হুইলার, সিএনজি, ইজিবাইক, লাটা হাম্বার, নসিমন করিমন, আলমসাধুসহ সবধরনের যানবাহনের অত্যধিক চাপ, শিশু ও অদক্ষ চালকদের কারণে সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মেয়র আশরাফুল আলম আশরাফ এ সময় পৌর শহরের মধ্যে প্রবেশের দেড় কিলোমিটার আগে থেকেই যানবাহনের সর্বোচ্চ গতি ২০ কিলোমিটার রাখার আহ্বান জানান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলেন। এছাড়াও উঠতি বয়সি যুবকদের মোটর সাইকেল চালানো দেখেন ও হেলমেট ছাড়া কাউকে মোটর সাইকেল না চালানোর আহ্বান করেন মেয়র। থানার ওসি আবু আজিফ পৌর মেয়রের উদ্যোগকে প্রশংসা করে বলেন, হঠাৎ করেই সড়ক দুর্ঘটনা বেড়েছে। এতে বাসচালকদের দায়িত্বহীনতা পাওয়া গেছে। তবে সাধারণ মানুষেরও এ ক্ষেত্রে অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে ২০ বছরের নিচে যুবকদের হাতে বাইক না দেওয়ার আহ্বান জানান তিনি।