বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

'আমাকে অর্থমন্ত্রী করায় দেশের মানুষ খুশি হয়েছে'

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী -যাযাদি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, 'আমাকে অর্থমন্ত্রী করায় আমার নির্বাচনী এলাকাসহ দেশের সব মানুষ খুশি হয়েছে। আজ আমাকে গণসংবর্ধনা দিতে এত বেশি মানুষ এসেছে, আমিসহ আমার নিরাপত্তা কর্মীরাও তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। আমার বাসায় অফিসে প্রতিদিন শত শত মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা সবাই বলছে আমাকে অর্থমন্ত্রী করায় তারা খুশি। আমাদের প্রিয় নেত্রী আমাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছেন। এই কাজটা কঠিন। আমি ভাবিনি আমাকে অর্থমন্ত্রী বানাবেন। যেহেতু নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কষ্ট হলেও যথাসাধ্যভাবে দায়িত্ব পালন করতে হবে।'

গত শুক্রবার বিকালে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী নির্বাচিত হওয়ায় নিজ নির্বাচনী এলাকা চিরিরবন্দর সরকারি মডেল পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, 'আমাদের অর্থনীতি একদম ট্রাকের উপর আছে। যেখানে থাকা দরকার সেখানে আছে এবং তার চেয়ে বেশি আছে। আমরা ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে ভারতের সঙ্গে লেনদেন আছে। সেটাতে শুধু ভারতের রুপি নয়, বাংলাদেশি কারেন্সি বা ডলারও নয়, আরও অনেক বাংলাদেশি কারেন্সি আছে তাদের সঙ্গে। আমরা আরও অনেক দেশের সঙ্গে এসব কারেন্সি করার চেষ্টা করছি।'

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার শাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে