ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ্যাম্বুলেন্স থেকে ৫০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বগুড়ার ধুনটে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ মাদকসহ চার জেলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার কসবা-সৈয়দাবাদ আঞ্চলিক সড়কের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো কুমিলস্নার লাঙ্গলকোর্ট উপজেলার বাগমারা গ্রামের মো. সহিদ (৫৬), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাইজের বাড়ি গ্রামের মো. হাবিব (২০), কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ফরহাদ হোসেন (২৮) ও ময়মনসিংহ জেলার মাঠখোলা গ্রামের জনি মিয়া (২১)।
কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এ্যাম্বুলেন্স তলস্নাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে এক বিধবা নারীকে (৩৪) ধর্ষণের চেষ্টা মামলায় প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তার আসামিকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাবু (৩৮) ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত মাহতাবের ছেলে।
এ বিষয়ে ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে ফেন্সিডলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-৬। শনিবার সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি, যা বিভাগের এক কর্মকর্তা মাঝে মাঝে ব্যবহার করেন বলের্ যাব জানিয়েছে।
আটকরা হলো গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নজর হোসেন (২৫)।
র্
যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, এ ঘটনায়র্ যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছের্ যাব। শুক্রবার উপজেলার রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এ ঘটনায়র্ যাবের পক্ষ থেকে শনিবার দুপুরে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলো বরিশালের মুলাদি উপজেলার উত্তর পাতাচর গ্রামের সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাতগাঁও এলাকার মোহন হোসেন (৩৩)। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, 'মাদক উদ্ধারের ঘটনায়র্ যাবের পক্ষ থেকে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।'
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ কেজি গাঁজাসহ ফারুক (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আড়াইহাজার-ফেরীঘাট সড়কের চালাকচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সাতমোড়া গ্রামের মৃত আব্দুল হাসেম মিয়ার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ সাহা জানান, ফারুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় ৪০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাঁধাল ইউনিয়নের যশোরদী গ্রামের পূর্বপাড়া দিদার বাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাজু গাজী (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মুর্শিদ গাজীর ছেলে। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।