কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ
প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
এক সময় ছিল যখন গ্রামবাংলার মাঠে মাঠে গরুর হাল দিয়ে জমি চাষ করা হতো। বর্ষা মৌসুমে চাষিরা মাথায় তালপাতার মাথাল দিয়ে বৃষ্টিতে ভিজে মনের আনন্দে গান গাইতো ও জমি চাষ করত। কিন্তু কালের গর্ভে সেই গরু দিয়ে হাল চাষ হারিয়ে যেতে বসেছে। মাঝে মধ্যে গ্রামবাংলার আনাচে-কানাচে হঠাৎ চোখে পড়ে গরুর কাঁধে জোঁয়াল লাগিয়ে লাঙল দিয়ে জমি চাষ করতে।
বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি আসায় পাওয়ার টিলার দিয়ে চাষিরা এখন জমি চাষ করছেন। সেই মান্ধাতার আমলের সনাতনি পদ্ধতিতে গরুর হাল দিয়ে আর জমি চাষ করতে দেখা যায় না বললেই চলে। পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে অধিক জমি চাষ করা যায়। এতে করে অনেক চাষি হাল চাষের গরু থাকলেও বেশি সময় লাগার কারণে তারাও পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে থাকেন।
উপজেলার দুবড়া গ্রামের চাষি আব্দুল ও শল্যাপাড়া গ্রামের চাষি অছের উদ্দীন জানান, এক সময় ছিল যখন বর্ষাকালে ভোরে ওঠে গরুর হাল দিয়ে জমি চাষ করেছি। সে সময় মাঠে মাঠে চাষিরা হালের গরুকে ডানে ডানে-বাঁয়ে বাঁয়ে-সোজা সোজা বলতে শোনা যেত। অনেক সময় দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে দুই তিন বিঘা জমি চাষ করা হয়ে গেছে। কিন্তু এখন আর গরুর হাল দেখা যায় না।
উপজেলার পূর্ব আলোহালী গ্রামের দুলাল প্রাং বলেন, তিনি প্রায় চার বিঘা জমিতে ফসল ফলান। বেশ কয়েক বছর ধরে তিনি গরুর হাল দিয়েই আলু, সরিষা, আমন ধান ও বোরো ধানের জমি চাষ করে আসছেন। যতদিন তার বাড়িতে গরু থাকবে ততদিন পর্যন্ত তিনি গরুর হাল দিয়েই তার এই জমিগুলো চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।