শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ফ্রি মেডিকেল ক্যাম্প

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। চিকিৎসাসেবা দেন নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. এমদাদ উলস্নাহ খান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. মো. মিজানুর রহমান, ডা. মরিয়ম আক্তার সুমি, ডা. কনক দে ও ডা. ইক্বরা ফেরদৌসী।

কমিটি গঠন

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কচি কাচার মেলা ভবনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আয়োজনে কেন্দ্রীয় ও জেলা কমিটির এক মতবিনিময় সভায় মো. সাজ্জাদ হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাইকে সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলার পুটিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন মুকুলকে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করেন।

বার্ষিক সম্মেলন

ম কুষ্টিয়া প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সব অব্যবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তিনি আজ কুষ্টিয়া মেডিকেল কলেজে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪২তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

নারী উন্নয়ন মেলা

ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আনন্দের সহযোগিতায় নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার মেলায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মে. গিয়াস উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মো. মনির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা মহিলা আ'লীগের সভানেত্রী বেগম জহুরা লতিফ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন লেবুতলা ইউনিয়নের অন্তঃগত শেখের গাঁও জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জলিল শেখ, উদ্বোধক ডা. মো. নজরুল ইসলাম পাঠান। এ সময় মাহফুজুর রহমান খন্দকার, মো. মাসুদুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

বৃত্তি প্রদান

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তির নগদ টাকা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়েদা আনোয়ারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান।

পুরস্কার বিতরণী

ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সাধারণ পাঠাগারের আয়োজনে বৃহস্পতিবার পৌরশহরের সাধারণ পাঠাগার চত্বরের স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাধারণ পাঠাগারের সভাপতি মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, খ্যাতিমান ক্রীড়া সংগঠক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পাঠাগারের সম্পাদক প্রধান শিক্ষক আবু শাহানশাহ্‌ ইকবাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে