ক্রীড়া প্রতিযোগিতা
ম স্টাফ রিপোর্টার ভোলা
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক ভোলা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক সামিউল হুদা, সহকারী ব্যবস্থাপক ফরিদ আহমেদ খান, সহকারী ব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথ। ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক পংকজ কুমার নাথ, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম।
মিলাদ মাহফিল
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টার লিমিটেডের মাসিক সভা ও ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মিজানুর রহমান সৌদী আরবে ইন্তেকাল করায় তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, একই সাথে বৃহস্পতিবার বিকালে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ইকবাল হোসেন মোলস্না। সভা পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম রানা, প্রফেসর শাখাওয়াত হোসেন বুলবুল, মবিনুল ইসলাম ভূঁইয়া, আ. কাদির, এম বারেক আহাম্মেদ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বৈঠক
ম লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে লামায় উপজেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ নং রূপসীপাড়া ইউনিয়নে দরদরী হেডম্যান পাড়ায় এ উন্মুক্ত বৈঠক হয়। অনুষ্ঠিত বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার ভার্চুয়ালের মাধ্যমে বৈঠকের সাথে সংযুক্ত ছিলেন। উপজেলা সহকারী তথ্য অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলায় রূপসীপাড়া ইউনিয়নের ২৯৪নং দরদরী মৌজার হেডম্যান মংসাইন থুই মার্মা। এসময় তথ্য অফিসের ঘোষক ছাহ্লাচিং মার্মা বিশেষ অতিথি ছিলেন।
ক্রীড়ানুষ্ঠান
ম ঘাটাইল (টাঙ্গাইাল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পৌর এলাকায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহিস্পতিবার দক্ষিণপাড়া যুব সমাজ আয়োজিত ঘাটাইল দক্ষিণপাড়া যুব সংসদের সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেযারম্যান শাহিনা সুলতানা শিল্পি, কাউসিন্সলর শেখ মো. কবির আহমেদ, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাজ জেলা পরিষদের সাবেকাহান, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপ-ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন উপজেলা তাতী লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম, যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনায়েত করিম।
পুরস্কার বিতরণ
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা মো. গোলাম ছরোয়ার মোলস্না। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, সহশিক্ষক (শরীর চর্চা) পিয়াংকা চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস, শিক্ষার্থী সুলতান মাহমুদ আরজু ও নিরব বিশ্বাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোহাম্মাদ আছাদুজ্জামান।
কর্মসূচি পালন
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর উপেজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোহসিনুল হক মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কলেস্নাল কুমার দত্ত উপস্থিত ছিলেন।
কমিটি গঠন
ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় সামাজিক সংগঠন এবিটসের ২০২৪-২৫ ইং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ সন্ধ্যায় উপজেলার বুধপুরা বাজারস্থ সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হাশেম বাহাদুর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জায়দুল হক চৌধুরী তপু। নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি এমরান হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ফুর আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম নিলয়, প্রচার সম্পাদক রায়হান চৌধুরী।
সংবাদ সম্মেলন
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে অষ্টম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪-এর আয়োজন ঘিরে সংবাদ সম্মেলন করেছেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতিনাজমুল আলম। বৃহস্পতিবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ স্থলে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯০৭ সালের ১ আগস্ট লন্ডনের বাউন্সি দ্বীপে ২০ জন বালক নিয়ে প্রথম পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়। কিশোর-কিশোরী, যুবক, তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান আজ সারা বিশ্বে স্বীকৃত।
বার্ষিক ক্রীড়া
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিএস নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, স্থানীয় ইউনিয়ন পরিষদচেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ।
প্রশিক্ষণ কর্মশালা
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন। শুক্রবারসকালে বলস্নাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ওশিক্ষক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো. আব্দুল হালিম।
পুরস্কার বিতরণ
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ারসভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর আহম্মদের পরিচালনায়প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বিএ।
সদস্য পদে উপনির্বাচন
ম লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ। উলেস্নখিত ওয়ার্ডের নির্বাচিত সদস্যের মৃতু্যতে উপজেলা নির্বাচন কমিশন শূন্যপদ ঘোষণা করে ওয়ার্ডটি। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১৬৩ জন, উপনির্বাচনে সদস্য পদে নারীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আবুল কাসেম।
শ্রদ্ধা নিবেদন
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়েশ্রদ্ধা নিবেদন করেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীরনির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. সেলিম খান। বৃহস্পতিবার টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে বঙ্গবন্ধু স্মৃতি লাইব্রেরির সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন কারখানা ব্যবস্থাপক মহসীন আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ আহম্মেদসহ কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষাবৃত্তি প্রদান
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্রসংগঠনের উদ্যোগে শুক্রবার উপজেলা অডিটরিয়ামে শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান করাহয়েছে। প্রতিভা যুব ও ছাত্রসংগঠনের সভাপতি রেজওয়ানুল করিম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, প্রধান শিক্ষক মহিউদ্দীন। বক্তব্য রাখেন সাংবাদিক শাহআলম প্রামাণিক, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, আব্দুছ ছালাম, সন্তোষ কুমার দত্ত, মনিরুজ্জামান তরফদার বাবু, হাসান ছরোয়ার লাভল প্রমুখ।