মিরসরাইয়ে গ্যাস নিতে এসে দুর্ঘটনার শিকার ৫ ড্রাইভার

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় দাঁড়িয়ে থাকা ৫টি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে কাভার্ডভ্যান। এতে সিএনজি অটোরিকশাতে থাকা ৫ ড্রাইভার গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটেছে। আহত সিএনজি অটোরিকশার ড্রাইভাররা হলেন- মো. আলাউদ্দিন (৫২), মো. হানিফ (৫১), মো. তারেক (২৫)। বাকি দুজনের নাম পাওয়া যায়নি। সিএনজি অটোরিকশার ড্রাইভার মো. আলাউদ্দিন বলেন, 'গাড়িতে গ্যাস নিতে গুলিস্তান ফিলিং স্টেশনে আসি। পাম্পে অতিরিক্ত সিএনজি থাকায় মহাসড়কের পাশে লাইনে দাঁড়িয়ে থাকি। পেছন থেকে কাভার্ডভ্যান এসে ধাক্কা দিলে সিএনজি থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। গুলিস্তান ফিলিং স্টেশনের পরিচালক মো. সেলিম বলেন, আমি বাড়িতে আছি। কিভাবে দুর্ঘটনা হয়েছে জানি না। এই কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।