বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

কালীগঞ্জে ভাষা শহীদদের স্মরণে ২ দিনব্যাপী বইমেলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
কালীগঞ্জে ভাষা শহীদদের স্মরণে ২ দিনব্যাপী বইমেলা

গাজীপুররের কালীগঞ্জে মহান ভাষা শহীদদের স্মরণে দুই দিনের বইমেলা শেষ হয়েছে। বুধবার কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বইমেলা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।

এ সময় স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতারা, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা বইমেলায় মুক্তিযুদ্ধবিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক বই সমৃদ্ধ অংশ নেওয়া ১৮টি স্টল ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে