রায়পুরায় চর আড়ালিয়া ইউপিতে ভোট গ্রহণ আজ

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চলের চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. আজহারুল ইসলাম। তিনি জানান, ইউনিয়নটির ৯টি ভোট কেন্দ্রের সব ক'টিই ঝুঁকিপূর্ণ অর্থাৎ নির্বাচন কমিশনের ভাষায় অতিগুরুত্বপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক নেওয়া হয়েছে প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা। সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনী মাঠে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৫ জনের এক পস্নাটুন বিজিবি,র্ যাবের একটি টিম, পুলিশের মোবাইল টিম তো থাকছেই। উলেস্নখ, এ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের স্ত্রী মাসুদা জামান, আনারস প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে ভোটযুদ্ধে নেমেছেন ছাত্রলীগ নেতা সজীব সরকার। এ ছাড়াও ইউপি সদস্য পদে ৩৫ জন ভোটযুদ্ধে রয়েছেন।