পলাশে দুই গ্রম্নপের সংঘর্ষে যুবকের মৃতু্য

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে নারী দিবসেরর্ যালি -যাযাদি
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় পূর্বশত্রম্নতা ও আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রম্নপের সংঘর্ষে আহত হওয়ার তিনদিন পর মামুন মিয়া (২৫) নামে একজনের মৃতু্য হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ডাংগা ইউনিয়নের কাজীর চর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতেই নিহতের পিতা কিরণ মিয়া বাদী হয়ে ওই এলাকার সিরাজ মিয়া নামে একজনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজনের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সমর্থক মামুন ও নজরুলদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রম্নপের অন্তত ৮ জন আহত হয়। আহতরা হলেন- কাজীর চর গ্রামের আরিফ (৪৩) জুয়েল (৩০) সাইদুর (২২) সিরাজ (৪৭) মামুন (২৫) কিরণ (৪০) শিষ মিয়া (৫০) ও লাকি (৩০)। এদের মধ্যে গুরুতর আহত মামুন মিয়াসহ অন্যদের ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মামুন মিয়া শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, দুই গ্রম্নপের সংঘর্ষে গুরুতর আহত মামুন মিয়া নামে একজন ঢাকায় মারা গেছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।