বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক


বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ।
রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মো. হাসিবুর রশীদ। আরও বক্তব্য রাখেন অনুষদের ডিন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিজন মোহন চাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপীকা বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে রামপালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের  চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।  এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, নারী নেত্রী গায়ত্রী বিশ্বাস প্রমুখ।  দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রশান্ত বৈদ্য, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ। 
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও  একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। 
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে ইউএনও আশিক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ওসি সৈকত হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) নূরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, এমপি পতœী শিল্পী রহমান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, মাসুদ রানা, তোজাম্মেল হক প্রমুখ। 
পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুজ্জামান রাজু প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মনিরুজ্জামান, থানার ওসি আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজার উখিয়ায় সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। স্কাস’র চেয়ারপার্সন জেসমিন প্রেমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহিন। বিশেষ অতিথি ছিলেন রাজাপালং আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তার। সভায় বিভিন্ন সমাজ সচেতন নাগরিক, সাংবাদিক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অংশীজনসহ স্কাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রোজলীন মিতু প্রমুখ। 
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড আশিক-উর-রহমান, তিতাস থানার এসআই মাকছুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন। উপজেলা পরিসংখ্যান অফিসার শারমিন আক্তারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কবির হোসেন ও নাজমুল করিম ফারুক প্রমুখ। 
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের পরিচালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভ‚মি) শহিদুল ইসলাম। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমদ রুহী। আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম, সাংবাদিক ফখরুল আলম খসরু প্রমুখ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মÐল। এ সময় সাংবাদিক ও বিভিন্ন এনজিওকর্মী এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। তরুণ কুমারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান। আরও বক্তব্য দেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, নারী নেত্রী মুরশিদা খাতুন প্রমুখ। আলোচনা শেষে ৪টা সমিতিকে ১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। 
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, লাখাইয়ে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন শ্রেণিপেশার নারী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীলসমাজের নেতৃরা অংশ নেন। 
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুন লায়েল। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার বিকাশ দে, প্রকৌশলী সরোয়ারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক, নারী ইউপি সদস্য, বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও ছাত্র-ছাত্রীরা।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়কারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া খাতুন, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, জাতীয় মহিলা সংস্থার ফিল্ড কর্মী হাবিবুর রহমান, ইউপি সদস্য শাহা আলী, সুরাইয়া, মাখন প্রমুখ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। সাংবাদিক রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন নাহার। বক্তব্য রখেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন সানু, ফেরদৌসী রহমান প্রমুখ।
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার, প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা।
শার্শা (যশোর) প্রতিনিধি জানান, শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএম মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জুয়েল আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, নারী সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, নারী নেত্রী চৌধুরী হোসনে আরা ইকবাল মাতু, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এতে রক্ষাগোলা সংগঠনের প্রায় ১২০ জন নেতানেত্রী ও সদস্য অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তায় মানববন্ধন ও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। বক্তব্য রাখেন গোলাই রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নারী উন্নয়ন কমিটির সদস্য লালমনি পাহাড়িয়া, গড়ডাইং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নারী উন্নয়ন কমিটির সদস্য কাথারিনা হাঁসদা, সিসিবিভিও’র সমন্বয়কারী মো. আরিফ, সিনিয়র হিসাব রক্ষক এএইচএম তারিক, ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, রিপোর্টিং এন্ড ডুকোমেন্টেশন অফিসার প্রদীপ মার্ডী। এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা পৌল টুডু, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সব সংগঠক।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের  নেতৃত্বে¡ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহারের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসানসহ আরও অনেকে। 
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের উপস্থাপনায়, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, বিভিন্ন শ্রেণিপেশার  নারী উদ্যোক্তা, এনজিও কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।               
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। অপরদিকে, বলিদ্বারা বাজারে বে-সরকারি সংস্থা ইএসডিও’র উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়।
পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পতœীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা পতœীতলার দায়িত্বপ্রাপ্ত অফিসার আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, নজিপুর পৌর সভার মহিলা কাউন্সিলর ফারজানা বেগম, ফারহানা বেগমসহ অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে লেডী বাইকার, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নাদির হোসেন শামীম। 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ। 
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অঞ্জন কুমার দাস, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আনসার ভিডিপি অফিসার আমিনুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি জহুরুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা খালেকুজ্জামান প্রমুখ। 
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাঁচটি ইভেন্ট এ কিশোর-কিশোরী ক্লাবের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল খালেক পাটোয়ারী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, শিহাব উদ্দিন প্রমুখ।
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, বিশ্বম্ভরপুরে  উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, থানার ওসি শ্যামল বনিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা জন স্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, বিআরডিএস, এনজিও পরিচালক জান্নাত মরিয়ম। সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম। অনুষ্ঠানে সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাটে দিবসটি উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ওসি এস এম সিদ্দিকুর রহমান, একটি বাড়ি, একটি খামার প্রকল্প কর্মকর্তা লাইলা আরজুমান বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামন, সারদা থানাপাড়া সোয়ালোজ  ডিএস সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সদস্য, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা প্রিয়ব্রত নাগের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, সহকারী কমিশনার (ভ‚মি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামছুদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শাহীন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এনামুল হক প্রমুখ। এ সময় সমাজের বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। 
এ সময় অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসি ল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, ওসি আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 
ফটিকছড়িতে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা 
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, প্যানেল ফিরোজা প্রমুখ।