চিটাগাং চেম্বার ও বুয়েটের যৌথ উদ্যোগে শর্ট কোর্স শুরু

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি কলাবোরেশনের অংশহিসেবে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)'র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী 'ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনিউরশিপ : প্রজেক্ট পস্ন্যানিং এবং ইমপিস্নমেন্টশন' শীর্ষক শর্ট কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ'র সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বুয়েট'র উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আরআইএসই)'র পরিচালক প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং শর্ট কোর্সের প্রধান সমন্বয়ক বুয়েট'র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) প্রফেসর ড. আয়নাল হক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-চট্টগ্রামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় বেনাজির চৌধুরী নিশান, ওমর মুক্তাদির, চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বিসিই'র সিইও ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন। চিটাগাং চেম্বারের সম্পূর্ণ অর্থায়নে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আরআইএসই)'র অধীনে ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিংয়ের(ইইই) তত্ত্বাবধানে ২ দিনের এই শর্ট কোর্সে প্রকৌশল ও প্রযুক্তি খাতের ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছে। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে প্রযুক্তি চালিত উদ্যোক্তা হতে আগ্রহী প্রকৌশলী এবং নন-প্রকৌশলীদের প্রজেক্ট পস্ন্যানিং সম্পর্কে ধারণা দেয়া। আগ্রহী উদ্যোক্তাগণ কীভাবে এই সেক্টরে সফলতা লাভ করবে, তা অবহিত করা এবং ক্রস লার্নির এর মাধ্যমে নলেজ শেয়ার করা। সংবাদ বিজ্ঞপ্তি