ত্রৈমাসিক সংলাপ
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সমাজসেবার চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ ও বিএমজেডর 'নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ-যুক্ত প্রকল্পের সহায়তায় ওই সংলাপের আয়োজন করে মানবকল্যাণ পরিষদ-এমকেপি। বৃহস্পতিবার পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংলাপে প্রধান অতিথি ছিলেন সমাজসেবার উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সাংবাদিক ও নাগরিক সমাজ সংগঠনের জেলা কমিটির সদস্য সামসউদ্দীন চৌধুরী কালামের সভাপতিত্বে বক্তব্য দেন যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিজলী রানী রায়, মাঠ সহায়তাকারী শেফালী আক্তার, মনোয়ারা মনি প্রমুখ।
ভবন উদ্বোধন
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে হায়দরাবাদ রমনী কুমার পৈত্র উচ্চ বিদ্যালয়ের সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারতলা নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ ভবন উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাবেদ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুল রহমান শিষির প্রমুখ।
আনন্দ মিছিল
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় নবনির্বাচিত উপজেলা শ্রমিকলীগের আনন্দ মিছিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে অনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক এস এম আমিনুর ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সম্পাদক শেখ পীর আলী, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি। আরও বক্তব্য রাখেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম প্রমুখ।
পন্ডিত বইমেলা
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আগামী ৮ মার্চ থেকে কুড়িগ্রামের চিলমারীতে ষষ্ঠবারের মতো শুরু হচ্ছে 'পন্ডিত বইমেলা'। চিলমারী সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী এ বইমেলা চলবে। দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পীরা থাকবেন এবারের মেলায়। আয়োজক কমিটির আহ্বায়ক নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বইমেলার উদ্বোধন করবেন ১৯৭৪ সালে কুড়িগ্রাম ও চিলমারীতে 'টেরেডেস হোমস'-এর প্রতিষ্ঠাতা আবুল হোসেন। মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন কবি ও কলামিস্ট সোহরাব হাসান। পাঁচ দিনব্যাপী বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে বাঙালি ও ক্ষুদ্রজাতি-গোষ্ঠীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা।
শিক্ষা পদক
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে নোয়াখালীর সেনবাগের অজপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এর আগে বুধবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় দুইটি আলাদা বিষয়ে তারা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে। এরপর তারা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবে। বিজয়ীদের মধ্যে উপস্থিত বক্তৃতা বিষয়ে মিনহাজ উদ্দিন প্রথম স্থান অর্জন করে। অপর বিজয়ী মিফতাহুল জান্নাত সাধারণ জ্ঞান বিষয়ে প্রথম স্থান অর্জন করে।
বিদায় অনুষ্ঠান
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের দারুত তাকওয়া লি তাহফিজিল কোরআনুল কারিমের হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি, সনদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার মাদ্রাসা হলরুম প্রাঙ্গণে পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে হাফেজ হেলাল বিন আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী কামাল উদ্দীন সওদাগর। প্রধান আলোচক ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জামাল উদ্দীন সওদাগর, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ। বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজসেবক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস ধীরণ, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বিক্রমপুর কুঞ্জবিহারি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার।
সংবর্ধনা অনুষ্ঠান
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, এসি ল্যান্ড ডিপেস্নামেসি চাকমা, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, ওসি ওবাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
শিক্ষা পদক
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ভাঙ্গুড়ার আসিফ আব্দুলস্নাহ। আসিফ ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আলতাব হোসেন ও ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা জহুরা দম্পতির সন্তান। বুধবার রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে তাকে পদক ও সনদ প্রদান করা হয়। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালক অলক চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা তার হাতে পদক তুলে দেন।
ভারোত্তোলন প্রতিযোগিতা
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সম্পাদক লে. কর্নেল নজরুল ইসলাম (অব.), উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
সদ্য কারামুক্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহিদুর রহমান দিপু সরকারকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে কলেজ মোড় বিজয় ৭১ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুণ প্রমুখ।
স্যাটেলাইট প্রশিক্ষণ
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের মানোন্নয়নে ছয় দিনব্যাপী ৫৫তম স্যাটেলাইট প্রশিক্ষণ কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কোর্স সমন্বয়ক ইসতাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির উপপরিচালক (গবেষণা ও তথ্যায়ন) লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
অভিভাবক সমাবেশ
ম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
'স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ; শেখ হাসিনার বাংলাদেশ' এই স্স্নোগানে শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। বুধবার উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশে এসব বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার রশিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। বিশেষ অতিথি ছিলেন কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামূল কাউসার, জয়নাল আবেদীন। এ সময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা
ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের মেহার কালীবাড়ির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আমরুজ্জামান সবুজ, সাংবাদিক ডা. দুলাল চন্দ্র ঘোষ, জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।