পঞ্চগড়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালা

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। ইনস্টিটিউটের পরিচালক এ কে এম আজিজুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার মোহা. আব্দুস সালাম। অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নাহিদ নাজ, উপ-পরিচালক (প্রশাসন) সোহল রানা, উপপরিচালক মো. সোহেল পারভেজ, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী, সহকারী গ্রন্থাগারিক কাজি ওমর খৈয়াম উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা হায়দার আলী, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, আব্দুর রহিম প্রমুখ। কর্মশালায় 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে' কতিপয় সুপারিশমালা প্রণয়ন করা করা হয়। দিনব্যাপী কর্মশালায় পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত ৩০ জন গণমাধ্যম কর্মী অংশ নেন।