গরু চুরিতে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরিতে বাধা দেওয়ায় ঝুলন বৈদ্য (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ৬ মাস পর ক্লুলেস এ হত্যার রহস্য উন্মোচন করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ ও হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও ৯ জন জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- হাটহাজারী চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ার হাট এলাকার বাবুলের ছেলে ওমর ফারুক (২৩) ও খাগড়াছড়ির মানিকছড়ি বাটনাতলী সাধু পাড়া এলাকার মৃত জুলফু মিয়ার ছেলে সেলিম (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১২ সেপ্টেম্বর রাতে অস্ত্রধারী সংঘবদ্ধ দল গরু চুরি করতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার একটি গোয়াল ঘরে যায়। ঝুলন বৈদ্য চোরদের বাধা দেন। এসময় তারা তাকে বেদড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করলে পাঁচ দিন পর গত বছরের ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। ওই বছরের ২৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পন্থি রানী বৈদ্য বাদী হয়ে পটিয়া থানায় হত্যা মামলা করেন। অবশেষে ক্লুলেস এ হত্যার ৬ মাসের মাথায় পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, আসামিরা বুধবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠান।