হারিয়ে যাওয়ার ২৪ বছর পর বাড়ি ফিরলেন চৌগাছার এক ব্যবসায়ী

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় হারিয়ে যাওয়ার ২৪ বছর পর বাড়ি ফিরে এসেছেন এক ব্যবসায়ী। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে তোতা মিয়া চৌগাছা বাজারে স্টেশনারির ব্যবসা করতেন। তার ভাই ফরহাদ হোসেন ফিন্টু জানান, 'পরদিন শুক্রবার সকালে আমার ছোট ভাই তোতা চৌগাছা শহরে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে ২৪ বছর তিনি ফিরে আসেননি। ভাইকে সারা বাংলাদেশ খুঁজে বেড়িয়েছি, কিন্তু তার কোনো হদিস পাইনি। অবশেষে গত মঙ্গলবার তিনি বাড়ি আসেন। কিন্তু এতদিন কোথায় ছিলেন, কীভাবে আসলেন কিছুই বলতে পারছেন না।' তার ফিরে আসার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের আবাল-বৃদ্ধ-বণিতা তোতাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন। তার স্ত্রী ঝরনা বেগম বলেন, বিবাহ হওয়ার দুই বছর পর ছেলে তৌফিক হাসান ইমরান জন্মগ্রহণ করে। ইমরানের বয়স তিন বছর হলে ২০০০ সালের বন্যার সময় এক শুক্রবার উনি হারিয়ে যান। তাকে আমরা মৃত ভেবেছিলাম। তারপর আজ ২৪ বছর পর তিনি বাড়ি ফিরে এসেছেন। কিন্তু কোথায় ছিলেন কীভাবে আসলেন কিছুই বলতে পারছেন না।