বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্বদেশ ডেস্ক
  ০৮ মার্চ ২০২৪, ০০:০০
সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

খুলনা অফিস জানায়, খুলনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, কেসিসি'র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় প্রশাসন, কেএমপির পুলিশ কমিশনার মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, কেডিএ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, কেএমপি'র পুলিশ কমিশনার মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নওরোজ হাসান তালুকদার, পুলিশ সুপার সাঈদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বরেণ্য অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক, পুলিশ সুপার মনজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্যের পক্ষে জেলা আ'লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, আ'লীগ নেতা সাইফুর রহমান বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ অনেকে।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় মোক্তারপাড়া পাবলিক হলে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান প্রমুখ।

রংপুর প্রতিনিধি জানান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধুর মু্যরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে ৭ মার্চ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহামুদুল হক। বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৭শ' শিশু শিক্ষার্থদের দ্বারা বানানো হয়েছিল ৭ মার্চ ছায়া লেখা। আর এই শিক্ষার্থীদের একসঙ্গে উচ্চারণে ধ্বনিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ। গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উলস্নাহ খন্দকারসহ অনুষ্ঠানে আগত অতিথিরা বেলুন উড়িয়ে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, পুলিশ সুপার এসএম নাজমূল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য শামীম আরা হীরা প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান। দিবসের সব কর্মসূচিতে ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, প্রভোস্টসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা,-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি আরও জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহাপরিচালক ড. শাহজাহান কবীর। এ সময় বিভাগ, শাখাপ্রধানরা, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, বিআরআরআই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ নেতারা। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও ৭ মার্চের ভাষণ, চিত্রাঙ্কন, কবিতা, দেশাত্মবোধক গান ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউএনও আহসান মাহমুদ রাসেল। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, এসিল্যান্ড সীমন সরকার, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উলস্নাহ প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান গাজীপুরের শ্রীপুরে ইউএনও শোভন রাংসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, শ্রীপুর থানার ওসি তদন্ত সাখাওয়াৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ ফয়সাল খান প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, শ্রীনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও মোশারফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, এসি ল্যান্ড সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার ওসি আব্দুলস্নাহ আল তায়েবীর। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক শিকদার নিশাত।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, এসিল্যান্ড মো. তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ওসি আব্দুর রউফ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা আব্দুস শুকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এস এম ছারোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা খ ম শামীম, হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু।

সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, থানার ওসি জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার আব্দুল হাই প্রমুখ।

ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)র্ যালি শেষে 'মৃতু্যঞ্জয়ী মুজিব' মু্যরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর শেলীনা নাসরীন, ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর আমজাদ হোসেন ও টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ডক্টর বাকী বিলস্নাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাছান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা রানী সরকার। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসিবুল হক, জীবন কুমার চাঁদ প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক খুরশিদ আলম সরকার, ইউএনও ইশতিয়াক আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান, পৌর মেয়র সুন্দর আলী, ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রকৌশলী এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) আবু হানিফ প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ওসি আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, কৃষি অফিসার রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নাইম সোহেল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোতালিব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, ওসি আবু ছালাম মিয়া প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বীথি, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ'লীগের সম্পাদক এমদাদুল হক, ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার, জেলা আ'লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মোহম্মদ ফয়সল বিন করিম। এ সময় উপস্থিত ছিলেন ওসি আব্দুল ওহাব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ প্রমুখ।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, ওসি এস এম সিদ্দিকুর রহমান প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও ওবায়দুলস্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ওসি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ওসি আহসান উলস্নাহ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে