শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

কর্মশালা প্রশিক্ষণ

ম স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে বুধবার সকালে ভোলা প্রেস ক্লাবে দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন, পস্ন্যান ইন্টারন্যাশনালের কমিউনিকেশন্স স্পেশালিস্ট বিপস্নবী রানী দে, পস্ন্যান ইন্টারন্যাশনালের স্টপ দ্য স্টিগমা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার নাসরিন নাহার, সাজেদা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার বিপস্নব হোসেন প্রমুখ।

কম্পিউটার প্রদান

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কম্পিউটার প্রদান করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান। এ সময় উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভা

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এই সংস্থার তত্ত্ব্বাবধানে ব্র্যাকের ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন (ওয়াশ) কর্মসূচির আওতায় বুধবার উপজেলা সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী।

সমিতির সম্মেলন

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে- গাইবান্ধার সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভূমিহীন সমিতির আয়োজনে উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ। উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হেসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির শুভানুধায়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাঘাটা উপজেলা সভাপতি শ্রী যোগেস্বর বর্মন।

মতবিনিময় সভা

ম দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মাঈনুল ইসলাম রুবেল। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব দুমকির সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাঈনুল ইসলাম রুবেল। এ সময় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ সব সদস্য উপস্থিত ছিলেন।

ব্যাংকিং শাখার উদ্বোধন

ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার আবাদপুকুর আরাফাত শপিং কমপেস্নক্সে নারী উদ্যোক্তা পরিচালিত এবং নওগাঁ এসএমই/কৃষি শাখার অধীনে পরিচালিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সহকারী পরিচালক হাবিবুর রহমান হাবিব। এজেন্ট পরিদর্শক ওবাইদুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক নওগাঁর এভিপি শাখা ব্যবস্থাপক জসীম উদ্দীন শরিফ, সান্তাহার ব্র্যাক ব্যাংক পিএলসি এরিয়ার বিডিএম সেলিম হোসাইন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আসলাম হোসেন, প্রত্যাশা এন্টারপ্রাইজের পরিচালক রাজিয়া সুলতানা, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির খন্দকার, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান গোলাপ প্রমুখ।

শুভ উদ্বোধন

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামে বুধবার সকালে আলহাজ মো. ইউসুফ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ মো. ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিলস্নাহ, কাউন্সিলর আলহাজ সালাহউদ্দিন সুমন, ইউপি সদস্য মতিউর রহমান মিন্টু, আবদুস সাত্তার, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ সভাপতি শাহাজাহান খান বাবুল, মমিনুল ইসলাম দুলাল, সমাজসেবক মো. কাজল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে