শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রশিক্ষণ কর্মশালা

ম স্টাফ রিপোর্টার, ভোলা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোলার সার্কিট হাউসের কনফারেন্স রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।

কৃষি উদ্যোক্তা মেলা

ম ঝিনাইদহ প্রতিনিধি

মধ্যস্বত্বভাগীদের দৌরাত্ম্য দূর করে প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই)'র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্মার্ট অ্যাগ্রিকালচার ফর ফারমার্স অ্যান্ড এন্টারপ্রেনিয়রস (সেইফ)। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইফ'র প্রতিষ্ঠাতা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের স্ত্রী আরিফা জেসমিন কনিকা, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সংবর্ধনা প্রদান

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ নজরুল ইসলাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আফজাল উপজেলা পর্যায়ে পর পর পাঁচবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সংবর্ধনা প্রদান করেন। সোমবার অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জমান প্রমুখ।

সচেতনতামূলক সভা

ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার লাঙ্গলিয়ায় বাঁশাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপি এ অনুষ্ঠানের আয়োজন করে। বাঁশাটি ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ওয়ার্ল্ডভিশন এপি ম্যানেজার নম্রতা হাউই, ইমাম সমিতির নেতা মাওলানা সাখাওয়াত হোসেন।

ক্যাম্পেইন অনুষ্ঠিত

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সব বয়সি নারী-পুরুষ নিয়ে ফ্রি বস্নাড গ্রম্নপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ১৫০ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষদের বস্নাড গ্রম্নপিং করা হয়। বুধবার উপজেলার রানীগঞ্জ মডার্ন প্রি-ক্যাডেট স্কুল মাঠে ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী।

ক্রীড়া প্রতিযোগিতা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বেগম রোকেয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুর্বাটি বেগম রোকেয়া একাডেমিক স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমূল ইসলাম। একাডেমির প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন। প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

বার্ষিক উরস শরিফ

ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় হজরত শাহ মুছা কিস্তি (রহ.)-এর পবিত্র বার্ষিক উরস শরিফ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার শিল্পপতি এম এয়াকুব আলীর বাড়িতে হজরত শাহ মুছা কিস্তি (রহ.) উরস এনতেজাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উরস শরিফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। মোহাম্মদ আলী মেম্বার, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও খোরশেদ আলম মেম্বার।

ঝুট গুদামে আগুন

ম নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুলস্নায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে ফতুলস্নার কুতুবপুরের পূর্ব দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'অগ্নিকান্ডের ঘটনার পর আগুন লেগে পুরো কারখানা ও ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ঘটনার সম্পর্কে তথ্য নিয়ে বিস্তারিত জানাতে পারব।'

বাছুর বিতরণ

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে মৎস্যজীবীদের মধ্যে (২য় পর্যায়ে) বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার কচুয়া উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, কৃষি কর্মকর্তা মো. মামুনূর রশিদ।

দোয়া মাহফিল

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মীর সিরাজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন, কামরুল হাসান শামীম, মুজাহিদুল ইসলাম, হাবিবুল আলম, বিএনপি নেতা মাহমুদুল হাসান ফিরোজ, জসিম উদ্দিন মামুন, আব্দুল মতিন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. মুজাম্মেল হোসেন চৌধুরী।

পুরস্কার বিতরণ

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের। এতে উদ্বোধক হিসেবে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম। কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. দিদারুল ইসলাম।

সংবর্ধনা প্রদান

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট'স অব বাংলাদেশের (আটাব) দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে অংশগ্রহণ করে ঢাকা থেকে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন একটিভ গেস্নাবাল এভিয়েশন'র স্বত্বাধিকারী কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার কৃতী সন্তান এ.টি.এম খোরশেদ আলম। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফল ঘোষণা করেন আটাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় আল মাখদুম ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও মেলোডিয়াস ওভারসিজ'র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রামের কৃতী সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাখদুম মাছুম বিলস্নাহ।

মেলা উদ্বোধন

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাটে তিন দিনব্যাপী 'ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪'র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। এছাড়া উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশাদুজ্জামান শুভ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল ও সালমান জামান।

উপশাখা উদ্বোধন

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এবি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলার মহিমাগঞ্জ শহীদ ফজলুল করিম সড়কে জিসান পস্নাজায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের প্রেন্সিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এছাড়াও উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, জিসান পস্নাজায় স্বত্বাধিকারী উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (রিজোনাল হেড) রশিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে