শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
মনপুরায় নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত ১২

খুলনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

খুলনা অফিস
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
খুলনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

খুলনার বটিয়াঘাটায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার সুরখালী ইউনিয়নে খড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে ওই এলাকার হাবিবুর রহমানের ধান ক্ষেতে একই এলাকায় লিয়াকত শেখের গরু ঢুকে পড়ে। হাবিবুর রহমানের স্ত্রী সালমা বেগম তাড়াতে গেলে কথা কাটাকাটি একপর্যায়ে মারামারির সূত্রপাত ঘটে। মারামারির একপর্যায়ে একপক্ষের হাবিবুর রহমান, ছাত্তার শেখ, সালমা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়। অপর পক্ষের লিওকাত শেখ, কাওছার শেখ, গুরুতর রক্তাক্ত জখম হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উভয় পক্ষের পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার আঘাতে পুলিশ ও ইউপি সদস্যপ্রার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১২টায় উপজেলার রামনেওয়াজ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম মেম্বার ও বাদল হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মনপুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পরে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউপি সদস্য প্রার্থীদের এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার হামলায় ১ পুলিশ সদস্য, মেম্বারপ্রার্থী ও ৬ জন সমর্থক আহত হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় আবারও দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। এতে আরও ৪ জন আহত হয়।

আহতরা হলেন- পুলিশ সদস্য এএসআই ফিরোজ, ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম মেম্বার (৬৫), প্রার্থীদের সমর্থক আব্দুর রহিম (৩৬), সোহাগ (২২), ফারুক (২৮), জাফর (৪০), মঞ্জু (৩৫), শিপন (৪২), রাকিব (২৭), বাবুল (৪৫), নাইম (৩০), বাদশা (৩৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে